শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯, ০৭:৪০:৩২

না ওয়ার্নার, না সাকিব, রাসেল ঝড় দেখল দর্শকরা!

না ওয়ার্নার, না সাকিব, রাসেল ঝড় দেখল দর্শকরা!

স্পোর্টস ডেস্ক : না ওয়ার্নার, না সাকিব, রাসেল ঝড় দেখল দর্শকরা! অসাধারণ এক ইনিংস উপহার দিলেন আন্দ্রে রাসেল। আগ্রাসী ব্যাটিং ও বড় বড় ছক্কায় ঢাকার ভক্তদের মন মাতালেন তিনি। মাত্র ২১ খেলে ৪টি ছক্কা ও ২টি চার মেরে ঢাকার বিজয় ছিনিয়ে আনেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। 

এর আগে, অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ৪৩ বলে ৬৩ রানের ঝড় ইনিংসে সিলেটের সংগ্রহ করে ১৫৮/৮। ঢাকার সামনে লক্ষ্য ২০ ওভারে ১৫৯ রান।

দুপুরে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথমেই ঝড় তোলে সিলেটের দুই ওপেনার লিটন ও সাব্বির। ঢাকার ফিল্ডিং দুর্বলতাকে কাজে লাগিয়ে দ্রুত রান তুলতে থাকে লিটন-সাব্বির জুটি। কিন্তু নিজের দ্বিতীয় ওভারে আন্দ্রে রাসেল তুলে নেন সাব্বির রহমানকে (১১)। এর আগের ওভারে রিভিউ সিদ্ধান্তে জয়ী হয়ে ১৪ বলে ২৭ রান করা লিটন দাসকে ফেরত পাঠায় ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান।

তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক ওয়ার্নার তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেইনকে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে। কিন্তু ১৯ রান করে সাজ ঘরে ফিরে যান আফিফ। তারপর একে একে কাপালি ও নিকোলাস পুরানও যথাক্রমে ০ ও ৬ রান করে সাজঘরে ফিরেন। এদিকে উইকেটের অপর প্রান্ত আগলে রাখেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার।  সাকিবের হাতে তালু বন্দী হবার আগে ৪৩ বলে ৬৩ রান করে দলকে দেড়শ রানের সীমানায় পৌঁছে দেন তিনি। বাকিদের মধ্য জাকের আলী ২৫ ও তাসকিন ১ রান করে। ঢাকার পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন আন্দ্রে বিচ এবং অধিনায়ক সাকিব নেন দুইটি।

জবাবে ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় ঢাকা। মাত্র ৩৭ রানে টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে। ওপেনার মিজানুর রহমান ১ রান করে মোহাম্মদ ইরফানের ও সুনিল নারিন ২০ রান করে তাসকিন আহমেদের শিকার হন। ব্যর্থ হন রনি তালুকদারও (১৩)। তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক সাকিব ৭৫ রানের জুটি গড়েন দারউইস রাসুলির সাথে। জয়ে থেকে মাত্র কিছুদূরে থেকে ১৯ রান করা দারউইস সাজঘরে ফিরে যায়। পরে আন্দ্রে রাসেল অধিনায়কের সাথে জুটি গড় শেষ করেন ঢাকার ইনিংস। সাকিব ৪১ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন। সিলেটের পক্ষে মোহাম্মদ দুইটি উইকেট নেন। ম্যান অফ দি ম্যাচ হোন সাকিব আল হাসান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে