শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯, ১০:০৭:৩৪

বিপিএলে যে ইচ্ছার কথা জানালেন বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস

 বিপিএলে যে ইচ্ছার কথা জানালেন বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে প্রথমবারের মতো সুপার ওভারের দেখে মিলেছে গত ১২ জানুয়ারি ১১তম ম্যাচে। খুলনা টাইটান্স ও চিটাগং ভাইকিংসের মধ্যকার সেই ম্যাচ সুপার ওভারে গড়ায় এবং ১ রানে জয় পায় চিটাগং।

সুপার ওভারে দুই দলের ব্যাটিং ও বোলিংয়ে বিদেশিদের আধিক্য দেখা যায়। কিন্তু বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস পরবর্তীতে সুপার ওভারে দেশীয়দের দেখতে চান এমন ইচ্ছার কথা জানালেন। আজ সিলেটে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমনটিই জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি এবার নিয়ম করা হয়েছে, কম বিদেশি ক্রিকেটার খেলানোর জন্য। আমার মনে হয় ভবিষ্যতের জন্য একটা জিনিস ভাবতে পারে ক্রিকেট কর্তারা, ম্যাচগুলো যখন সুপার ওভারে যাবে, আমি বাংলাদেশি ক্রিকেটারদের ব্যাট ও বল হাতে দেখতে চাইব।’

তিনি আরো বলেন, ‘আমি জানি এটা ভিন্ন ধরনের। কারণ দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন কোনো অবস্থার সৃষ্টি হয়েছে, যেখানে আমাদের সুপার ওভারের অভিজ্ঞতা কাজে লাগাতে হতে পারে। এমনকি ওয়ানডে ম্যাচেও হতে পারে। হতে পারে পঞ্চাশ ওভারের ম্যাচে একই অবস্থা সৃষ্টি হলে সুপার ওভারে পাওয়া অভিজ্ঞতার মাধ্যমে সমাধান করা যায়।’

রোডস আরো বলেন, ‘আমি চাইব বিপিএলে সুপার ওভারে দুই দলের বোলার হতে হবে বাংলাদেশি। এটা দারুণ হবে। এটা টুর্নামেন্ট শুরুর আগেই দল নির্বাচনে প্রভাব ফেলবে। দলগুলো দেখতে চাইবে ওইরকম অবস্থায় কে বল করবে এবং সেই বোলারদের দলে নিতে চাইবে, যেমন তাসকিন, মোস্তাফিজ, রনি। আর একজন ব্যাটসম্যান অবশ্যই হতে হবে। এভাবে তারাও এমন অবস্থায় খেলার অভিজ্ঞতা অর্জন করতে পারবে। আমি চাই বাংলাদেশি প্লেয়াররা ম্যাচের সব অবস্থার জন্য প্রস্তুত থাকুক।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে