শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯, ১২:৩২:১৯

বিপিএল নিয়ে চিন্তিত রোডস

বিপিএল নিয়ে চিন্তিত রোডস

স্পোর্টস ডেস্ক: আগামী ৮ ফ্রেব্রুয়ারি বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনাল। ফাইনাল খেলা বাংলাদেশ ওয়ানডে দলের সদস্যরা পরদিন নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। বিপিএলের বাকি পাঁচ দলের যারা ওয়ানডে স্কোয়াডে থাকবেন তারা দেশ ছাড়বেন আরও আগে। এদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারের পরেরদিন, অর্থাৎ ৭ ফেব্রুয়ারি। নিউজিল্যান্ডের মাঠে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৩ ফেব্রুয়ারি।

তাছাড়া এই সিরিজের প্রস্তুতিটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলেই নিচ্ছে টাইগাররা। অথচ রাগবির দেশে এই সফরে কুড়ি ওভারের কোনো ম্যাচই নেই বাংলাদেশের। শুধু ফরমেট নয়, কোচের বাড়তি ভাবনা উইকেটও। বিপিএল যে উইকেটে খেলা হচ্ছে তা নিউজিল্যান্ড সিরিজের জন্য আদর্শ নয়। সবমিলিয়ে ভালোই অস্বস্তির মধ্যে আছেন স্টিভ রোডস।

এ ব্যাপারে আজ গণমাধ্যমকে নিজের শঙ্কাটা প্রকাশ করলেন রসিকতার ছলে। বাংলাদেশের প্রধান কোচ বলেছেন, ‘আমরা যে এই রকম উইকেটে খেলে যাচ্ছি, এটা যেন নিউজিল্যান্ড না জানে!’ কথাটা বলার পরপরই হেসে দিলেন রোডস।’

কোচ বলেন, ‘সত্যি কথা বলতে বিপিএলের উইকেট নিউজিল্যান্ড সফরের জন্য আদর্শ প্রস্তুতির ধারেকাছেও নেই। যদিও এটা নিয়ে আমাদের কিছুই করার নেই। বিপিএল দারুণ একটা টুর্নামেন্ট। একটা সময়ে এটা আয়োজন করতেই হতো। সেটার জন্য এটাই ছিল সম্ভাব্য সেরা সময়।’

কোচ বলেন, ‘আমরা বাস্তবতা বুঝতে পারছি। যারা ওয়ানডে দলে থাকবে তাদেরকে এটার সঙ্গে খাপ খাওয়াতে হবে। আমরা জানি যে ওয়ানডে সিরিজের জন্য আমাদের মধ্যে তরিঘরি একটা ব্যাপার থাকবে। আমরা আমাদের চেষ্টায় কোনো ত্রুটি রাখব না। যে ফরমেটেই খেলা হোক, জয়ের চেষ্টা করব।’

এদিকে নিউজিল্যান্ডের মাটিতে তাদেরই হারানোটা যে কঠিন হবে সেটা মানছেন রোডস, এর জন্য তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের মাটিতে জেতা অনেক কঠিন হবে। যদি আমরা ভালো খেলতে পারি, তাহলে ওয়ানডেতে কক্ষপথেই থাকব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে