শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯, ০৪:১১:৩২

মাঠে নামলেন ডি ভিলিয়ার্স

মাঠে নামলেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক: চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে আজ শনিবার (১৯ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছে সিলেট সিক্সার্স ও রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান করে সিলেট। সিলেটের হয়ে সাব্বির ৮৫, পুরান ৪৭ রানের দারুণ ইনিংস খেলেছেন। রংপুরের হয়ে মাশরাফি ২টি ও শফিউল ১টি উইকেট শিকার করেন।

১৯৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ফিরলেন গেইল। রানের খাতা না খুলেই ফেরেন তিনি। সাব্বিরের হাতে ধরা পড়ে ইরফানের বলে ফেরেন তিনি। এরপর ব্যাট হাতে দলের হাল ধরেন হেলস ও রুশো। তবে ব্যক্তিগত ৩৩ রানে কাপালির বলে লিটনের হাতে ধরা পড়ে ফেরেন হেলস। মাঠে নেমেছেন ডি ভিলিয়ার্স।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুরের সংগ্রহ ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৪ রান।

রংপুর রাইডার্স: ক্রিস গেইল, আলেক্স হ্যালস, এবি ডি ভিলিয়ার্স, রাইলি রুশো, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, ফরহাদ রেজা, শফিউল ইসলাম, সোহাগ গাজী।

সিলেট সিক্সার্স: লিটন দাস, সাব্বির রহমান, আফিফ হোসেন, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), অলক কাপালি, নিকোলাস পুরান, জাকের আলী, তাসকিন আহমেদ, সন্দ্বীপ লামিচানে, মেহেদী হাসান রানা, মোহাম্মদ ইরফান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে