শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯, ০৯:০১:৩৯

ওর জন্য হলেও ম্যাচটা জেতা উচিৎ ছিল: তাসকিন

ওর জন্য হলেও ম্যাচটা জেতা উচিৎ ছিল: তাসকিন

স্পোর্টস ডেস্ক: বিপিএল এর দিনের প্রথম ম্যাচে নাটকীয়তায় ভরা ম্যাচে স্বাগতিক সিলেটকে ৪ উইকেটে হারিয়েছে রংপুর। তবে ম্যাচে সব ছাপিয়ে আলোচনাতে এসেছেন সিলেটের ব্যাটসম্যান সাব্বির রহমান। দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সটা ছিল বেশ উজ্জ্বল। তাইতো জিততে না পারাতে সেই সাব্বিরের জন্য বেশ কষ্ট হচ্ছে সতীর্থ তাসকিন আহমেদের।

এদিকে সাব্বিরের প্রথম ৬ ম্যাচে ইনিংসগুলো ছিল ৫, ০, ১২, ৬, ২০ এবং ১১। যোগ করলে সর্বমোট দাঁড়ায় ৫৪ রান। কিন্তু আজ খেলেছেন ৫১ বলে ৮৫ রানে বিধ্বংসী এক ইনিংস। সেঞ্চুরির আশা জাগালেও ৫টি বাউন্ডারি এবং ৬টি ওভার বাউন্ডারিতে সাজানো ইনিংসটি শেষ পর্যন্ত থামান শফিউল ইসলাম। এদিকে সাব্বিরের অফ-ফর্ম কাটিয়ে এমন ছন্দে ফেরার দিনে জয় না পাওয়াতে বেশ আক্ষেপে পুড়ছেন সিলেটের পেসার তাসকিন আহমেদ।

এদিকে ম্যাচ শেষে সংবাদমাধ্যমে সাব্বিরের জন্য হতাশা প্রকাশ করে তাসকিন বলেন, ‘ম্যাচ হারলে একটু খারাপ লাগে। ম্যাচটা জিতলে হয়তো ও (সাব্বির) ম্যান অফ দ্যা ম্যাচ হতো! মানে ওর জন্য হলেও জেতা উচিৎ ছিলো ম্যাচটা।’

এ সময় ম্যাচ হারের ব্যাপারে তাসকিন বলেন, এ ম্যাচটা জেতার খুব ইচ্ছে ছিল। চেষ্টা করেছি। খুবই ভালো ব্যাটিং পিচ। ১৯৪ রান করে হারাটা মোটেও উচিত হয়নি। দুঃখজনক! কিছু কিছু ভুল হয়েছে। কিছু ক্যাচ ছেড়েছি আমরা। কিছু বাজে ওভার গেছে। সব মিলিয়ে এটা দলীয় খেলা। ব্যক্তিগত পারফরম্যান্স যদি বলি, আমি উইকেট পেয়েছি চারটা, কিন্তু খুশি হতে পারছি না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে