শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯, ০৯:২৫:৫৮

দুর্দান্ত মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

দুর্দান্ত মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ ১৯ জানুয়ারি রোজ শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটানস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হয় ম্যাচটি।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইটানস। এদিকে চার ম্যাচের তিনটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে আছে চিটাগং ভাইকিংস। অন্যদিকে ভালো পজিশনে নেই খুলনা। ছয় ম্যাচ খেলেছে মাত্র ১টিতে জয় পেয়েছে তারা। ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে তারা। খুলনাকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখতে চাইবে চিটাগং।

আজকের ম্যাচে চিটাগং ভাইকিংসের একাদশে এসেছে এক পরিবর্তন। রবি ফ্রাইলিঙ্ক এর পরিবর্তে একাদশে জায়গা পেয়েছে ধানুশ সানাকা। অন্যদিকে খুলনা টাইটান্সের একাদশে এসেছে একাধিক পরিবর্তন।

ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল চিটাগাংয়ের দুই ওপেরনা। তবে দলীয় ১৭ রানে মাথায় শরিফুল ইসলামের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ওইজের হতে ধরা পড়েন ক্যামেরন ডেলপোর্ট। ১২ বলে ১৩ রান করেন তিনি। ডেলপোর্ট আউট হলেও খোলশ ছেড়ে বেড়িয়ে আসেন মোহাম্মদ শাহজাদ। শুরু হয় তার ছয়-চারের তাণ্ডব।

শাহজাদ তাণ্ডবে ৫.৪ ওভার দলীয় ৫০ রান পূর্ণ করে চিটাগং। তবে ৬ ওভারে শেষ বলে ব্যাটের কানায় লেগে উইকেটকিপারে হাতে ধরা পড়লে তার তাণ্ডব থেমে যায়। ১৭ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৩৩ রান করেন তিনি।

তবে শাহজাদ থামলেও থামেননি ইয়াসির আলি ও অধিনায়ক মুশফিক। ৩৪ বলে তুলে নিয়েন হাফসেঞ্চুরি ইয়াসির আলি। তবে ওয়াজের বলে ৩৬ বলে ৫২ রান করে বিদায় নেন তিনি। ইয়াছিরের পড়ে হাফসেঞ্চুরি তুলে নিলে অধিনায়ক মুশফিক। ২৯ বলে ৫১ রান করেন মুশফিক।
শেষ রিপোর্ট লেখা পর্যন্ত ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৯ রান করেছে চিটাগং ভাইকিংস।

দুই দলের একাদশঃ

চিটাগং ভাইকিংস একাদশ: মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, ইয়াসির আলী, মুশফিকুর রহিম (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, মোসাদ্দেক হোসেন, ধানুশ সানাকা, নাঈম হাসান, খালেদ আহমেদ, সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহী।

খুলনা টাইটান্স একাদশ: পল স্টার্লিং, ব্রেন্ডন টেইলর, জুনায়েদ সিদ্দিকী, ডেভিড উইস, আল-আমিন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, শরিফুল ইসলাম, লাসিথ মালিঙ্গা, তাইজুল ইসলাম, শুভাসিস রায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে