রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯, ০৫:০৩:০৮

তীরে এসে তরী ডুবালো ভারত, সিরিজ জয় নিউজিল্যান্ডের

তীরে এসে তরী ডুবালো ভারত, সিরিজ জয় নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক : শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৬ রান৷ ক্রিজে তখন ব্যাট করছেন দীনেশ কার্তিক এবং ক্রুণাল পান্ডিয়া৷ পন্থ-ধোনিরা আউট হওয়ার পরেই ম্যাচের ভাগ্য মোটামুটি নির্ধারন হয়ে যায়৷ 

তবে শেষের ওভারগুলিতে কেকেআর অধিনায়ক কার্তিক এবং ক্রুণালের মরিয়া লড়াইয়ে জয়ের একটা ক্ষীণ আশা দেখা যায়৷ যেটা শেষপর্যন্ত সম্ভব হতে দেননি অভিজ্ঞ কিউই পেসার টিম সাউদি৷

সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছিল কিউই ব্যাটসম্যানরা৷ সেডন পার্কে রবিবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১২ রান করে নিউজিল্যান্ড৷

ব্ল্যাক ক্যাপসদের হয়ে এদিন শুরুটা দারুণ করেছিলেন দুই ওপেনার সাইফার্ট ও কলিন মুনরো৷ গত দু’ম্যাচের মতো এদিনও শুরুতেই দেখা গিয়েছে সাইফার্ট ঝড়৷ ২৫ বলে ৪৩ রান করে সাইফার্ট প্যাভিলিয়ানে ফিরলেও ৪০ বলে ৭২ রান করে এদিন একাই ভারতীয় বোলারদের মনোবল ভেঙে দেন আরেক ওপেনার কলিন মুনরো৷ তার ইনিংসটি সাজানো ৫টি চার এবং ৫টি বিশাল ছক্কায়৷

ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র সফল ছিল কুলদীপ যাদব৷ গত দু’ম্যাচে তাকে ডাগ আউটে বসতে হলেও সুযোগ পেয়েই এদিন বল হাতে ফের ভেল্কি দেখালেন কেকেআর তারকা৷ ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন তিনি৷ তাঁর শিকার দুই কিউই ওপেনার সাইফার্ট এবং মুনরো৷ 

ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার শিখর ধাওয়ানের উইকেট হারিয়ে পিছিয়ে পড়ে ভারত৷ তবে রোহিত শর্মা ও বিজয় শংকরের জুটিতে ম্যাচে ফেরার চেষ্টা করে। তবে রোহিত ৩৮, বিজয় ৪২, রিসাব প্যান্ট ২৮, হার্দিক পান্ডে ২১ ও ধোনি ২ রান করে ফিরে গেলে পিছিয়ে পড়ে ভারত।

তবে দীনেশ কার্তিক ও কুনাল পান্ডের আগ্রাসী ব্যাটিংয়ে কিছুটা আশা জেগেছিল ভারতীয় শিবিরে। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬ রান আর তুলতে ব্যর্থ কার্তিকরা৷ শেষ বলে ছক্কা হাঁকালেও হার এড়াতে পারেননি কার্তিক৷ তীরে এসে তরী ডুবালো ভারত। মাত্র ৪ রানে জিতে টি টোয়েন্টি সিরিজও ২-১ নিজেদের করে নিলো নিউজিল্যান্ড৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে