সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯, ০৪:৪৮:০৫

খেলার মধ্য জাতীয় পতাকার মর্যাদা বাঁচাতে যা করলেন ধোনি, তাতে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ

খেলার মধ্য জাতীয় পতাকার মর্যাদা বাঁচাতে যা করলেন ধোনি, তাতে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ

স্পোর্টস ডেস্ক : উইকেট কিপিংয়ের সময় হেলমেটে কখনও জাতীয় পতাকা লাগান না মহেন্দ্র সিং ধোনি। কারণ জাতীয় পতাকার মর্যাদা তিনি বোঝেন। উইকেট কিপারদের অনেক সময়ই হেলমেট মাঠে খুলে রাখতে হয়। 

আর জাতীয় পতাকা মাঠে রাখা না-পছন্দ ক্যাপ্টেন কুলের। রোববার হ্যামিল্টনে সাবেক ভারত অধিনায়কের সেই রূপটিই ফের ধরা পড়ল। তিনি যা করলেন তার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ধোনির এই আচরণকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ।

কখনও ব্যাটসম্যান হিসেবে তো কখনও নেতা হিসেবে ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছেন। মানুষ হিসেবেও দেশবাসীর কাছে প্রিয় তারকা হয়ে উঠেছেন মাহি। মাঠে বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে হোক বা মাঠের বাইরে সেনার পোশাকে, বারবারই তার দেশভক্তির সাক্ষী থেকেছে দেশ। 

তার প্রতি ভক্তদের কেন এত শ্রদ্ধা আর ভালবাসা, তা নিজের আচরণেই আরও একবার বুঝিয়ে দিলেন তিনি। ঘটনা হ্যামিল্টনে শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ইনিংসের সময়ের। উইকেটের পিছনে তখন গ্লাভস হাতে ধোনি। আচমকাই নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে মাঠে ঢুকে পড়েন এক সমর্থক। 

তার হাতে ছিল জাতীয় পতাকা। দৌড়ে এসে ধোনির পা জড়িয়ে ধরেন তিনি। আর তখনই জাতীয় পতাকাটি প্রায় মাটিতে লুটিয়ে পড়ার জোগাড় হয়। কিন্তু ধোনি তেমনটা হতে দিলেন না। মাটিতে পড়ার আগেই পতাকা নিজের হাতে তুলে নিলেন। রোববারের এই দৃশ্যই এখন নেটদুনিয়ায় ভাইরাল। আর প্রত্যেকেই ধোনির প্রশংসায় পঞ্চমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে