বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:২১:৫৭

এল দুঃসংবাদ, তিন বাংলাদেশি বিপিএল তারকার বোলিং নিষিদ্ধ!

এল দুঃসংবাদ, তিন বাংলাদেশি বিপিএল তারকার বোলিং নিষিদ্ধ!

স্পোর্টস ডেস্ক : সদ্যই শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে সবার নজর কেড়েছিলেন তারা। কিন্তু এবার তাদের জন্য এল দুঃসংবাদ, তিন বাংলাদেশি বিপিএল তারকার বোলিং নিষিদ্ধ! ঢাকা ডায়নামাইটসের আলিস আল ইসলাম, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঞ্জিত সাহা ও রংপুর রাইডার্সের নাহিদুল ইসলামের বোলিং এ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) বোলিং এ্যাকশন রিভিউ কমিটি। আজ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন এই কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ নাসু।

বোলিং অ্যাকশন শুধরাতে আগামী সপ্তাহেই পরীক্ষা দিতে হবে আলিস-সঞ্জিত ও নাহিদুলকে। নাসু বলেন, 'আগামী সপ্তাহে তাদের বোলিং অ্যাকশন পরীক্ষা করা হবে। এরপর পরীক্ষকরা সিদ্ধান্ত দেবেন, তাদের বোলিং অ্যাকশন কতটা পাল্টাতে হবে।'

উল্লেখ্য, টুর্নামেন্টের চলাকালীনই সন্দেহজনক বোলিং অ্যাকশনের তালিকায় নাম উঠে আলিস-সঞ্জিতের। আর সদ্যই সেই তালিকায় নাম তুলেন নাহিদুল। গত বছর প্রথম বিভাগ ক্রিকেটে ওল্ড ডিওএইচএসের হয়ে খেলার সময়ই প্রথম আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে