শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:৪২:৪৬

বিরাট কোহলির ধারে-কাছে আমি নেই: বাবর আজম

বিরাট কোহলির ধারে-কাছে আমি নেই: বাবর আজম

স্পোর্টস ডেস্ক: সবচেয়ে কম ইনিংস খেলে ওয়ানডেতে ৭টি সেঞ্চুরির রেকর্ড গড়েন বাবর আজম। শুধু তাই নয়, আরব আমিরাতে পাঁচটি সেঞ্চুরি করে আরও একটি রেকর্ড গড়েন পাকিস্তানের তারকা এই ক্রিকেটার। নির্দিষ্ট কোনো ভেন্যুতে শচীন টেন্ডুলকার ও সাঈদ আনোয়ার ৭টি সেঞ্চুরি করে শীর্ষে রয়েছেন। সেই তালিকায় দ্বিতীয় পজিশেন ২৪ বছর বয়সী বাবর।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন বাবার আজম। ধারাবাহিক পারফর্ম করে যাওয়া এই তারকা ক্রিকেটারকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করেন পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ মিকি আর্থার।

তবে একের পর এক রেকর্ড গড়ে যাওয়া বিরাট কোহলির সঙ্গে কোনোভাবেই তুলনা হয় না বাবরের। ক্রিকেটের তিন ফরম্যাটে ৩৬৪ ম্যাচে ৬৪টি সেঞ্চুরির সাহায্যে ৫৩ গড়ে সবমিলে ১৯ হাজার ৩১৩ রান সংগ্রহ করেন বিরাট কোহলি। সেই তুলনায় বাবর আজম তিন ফরম্যাটে ১০৯ ম্যাচ খেলার সুযোগ পেয়ে ৯টি সেঞ্চুরির সাহায্যে ৪৪.৭৬ গড়ে ৪ হাজার ৮৭৯ রান করেন।

মিকি আর্থারের মন্তব্যের পর থেকে সমালোচনা শুরু হয়। বেশির ভাগ ক্রিকেট সমর্থক বলতে শুরু করেন, কোহলির সঙ্গে কোনোভাবেই বাবরের তুলনা হয় না। কোহলির রেকর্ডের ধারে-কাছে এখনও পৌঁছতে পারেননি বাবর। তা ছাড়া কোহলির মতো এত ম্যাচও খেলেননি তিনি। তবে ধারাবাহিতা দেখিয়েছেন বাবর। সামনেই বিশ্বকাপ। পাকিস্তান ক্রিকেট সমর্থকরা বাবরের ব্যাটে বিশ্বজয়ের স্বপ্নও দেখছে।

ক্রিকেট ভক্তদের এই প্রত্যাশার চাপ নিতে রাজি হলেও কোহলির সঙ্গে তুলনায় রাজি নন বাবব। সম্প্রতিক এক অনুষ্ঠানে ২৪ বছর বয়সী বাবর বলেন, আমি মাঝেমধ্যেই শুনতে পাই, কিছু সমর্থক আমার সঙ্গে কোহলির তুলনা করেন। বিরাট অনেক বড় মাপের ক্রিকেটার। আমি এখনও ওর রেকর্ডের ধারে-কাছে পৌঁছতে পারিনি। আমি সবেমাত্র নিজের ক্যারিয়ার শুরু করেছি। এদিকে কোহলি এরই মধ্যে অনেক রেকর্ড করে বসে রয়েছে। ফলে কোনোভাবেই আমাদের তুলনা চলে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে