শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯, ০৭:১৭:৩৭

পাকিস্তানের সঙ্গে সেই আলোচনা টেবিলে নয়, যুদ্ধক্ষেত্রে: গম্ভীর

পাকিস্তানের সঙ্গে সেই আলোচনা টেবিলে নয়, যুদ্ধক্ষেত্রে: গম্ভীর

স্পোর্টস ডেস্ক : গেল বৃহস্পতিবার অবন্তীপুরায় সেনা বহরে সন্ত্রাসবাদী হামলা চালায় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ‘পাকিস্তানের’ ভয়াবহ এই জঙ্গি হামলায় মৃত সেনার সংখ্যা ৪০ ছাড়িয়েছে। আর এমন ঘটনায় পাকিস্তানকে পাল্টা জবাব দিলেন ২০১১ বিশ্বকাপ ফাইনালে ভারতের জয়ের অন্যতম নায়ক গৌতম গম্ভীর।

টুইট বার্তায় তিনি এর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বলতে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। এ প্রসঙ্গে টুইটে গম্ভীর বলেন, ‘বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কথা বলা উচিত। পাকিস্তানের সঙ্গে আলোচনা করা দরকার। তবে পাকিস্তানের সঙ্গে সেই আলোচনা টেবিলে নয়, যুদ্ধক্ষেত্রে। অনেক হয়েছে আর নয়।’

একই সঙ্গে নিহতদের সহমর্মিতা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গম্ভীর বলেন, ‘পাকিস্তান আমাদের সুযোগ করে দিয়েছে। আমাদের উচিৎ এর সদ্ব্যবহার করা। কড়া ভাষায় জবাব দেয়া।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে