শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯, ০৪:১৬:৩৩

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: হারলেই ট্রফি হাতছাড়া। এমন কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ দল। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক কেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

বিপিএলের কারণে যথাযথ প্রস্তুতি নেয়ার সুযোগ হয়নি টাইগারদের। ভ্রমণ ক্লান্তি এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলে বাংলাদেশ দল।

ব্যাটিং ব্যর্থতার কারণে প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে যাওয়া বাংলাদেশ আশায় আছে দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়ানোর। সেই প্রত্যয়ে ব্যাট করছে।

দ্বিতীয় ওয়নাডেতে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ দল। প্রথম ম্যাচে একাদশে যারা ছিলেন তারাই খেলছেন সিরিজ বাঁচানোর জন্য। তবে একটি পরিবর্তন এনেছে স্বাগতিক নিউজিল্যান্ড। মিসেল সেন্টনারের পরিবর্তে খেলছেন টড স্টেল।

বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম লাথাম, ডি গ্রান্ডহোম, জেমস নিসাম, টড স্টেল, ম্যাট হেনরি, ফার্গুনসন ও ট্রেন্ট বোল্ট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে