শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯, ০৪:৪৬:৪৮

আবারও ১ রানে আউট লিটন দাস

আবারও ১ রানে আউট লিটন দাস

স্পোর্টস ডেস্ক: নেপিয়ারের পর ক্রাইস্টচার্চ। ভেন্যু বদল হলেও ভাগ্য বদলায়নি লিটন দাসের। প্রথম ওয়ানডেতে ম্যাট হেনরির বলে বোল্ড হওয়ার আগে ১ রানের বেশি করতে পারেননি লিটন।

সিরিজ বাঁচানোর দ্বিতীয় ম্যাচেও ১ রানে আউট জাতীয় দলের এই ওপেনার। শনিবার ক্রাইস্টচার্চে ট্রেন্ট বোল্টের বলে ক্যাচ তুলে দেন লিটন। ফাগুর্নসনের অসাধারণ ক্যাচে পরিণত হওয়ার আগে ৪ বলে ১ রান করার সুযোগ পান। আগের ম্যাচে ৮ বল খেলে ১ রান করার সুযোগ পান লিটন।

ওয়নাডে ক্যারিয়ারের এবারই প্রথম ১ রানে আউট হলেন লিটন। তাও আবার ব্যাক টু ব্যাক। ১৩ টেস্ট ক্যারিয়ারের ১ রানে আউটের বাজে রেকর্ড নেই লিটনের। তবে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে দুইবার ১ রানে আউট হন।

৫০ ওভারের ২৬ ম্যাচে চারবার গোল্ডেন ডাক পান ২৪ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটসম্যান।

বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম লাথাম, ডি গ্রান্ডহোম, জেমস নিসাম, টড স্টেল, ম্যাট হেনরি, ফার্গুনসন ও ট্রেন্ট বোল্ট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে