শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯, ০৪:৫৭:২১

১৬ রানে সাজঘরে দুই ওপেনার, বিপাকে টাইগাররা

১৬ রানে সাজঘরে দুই ওপেনার, বিপাকে টাইগাররা

স্পোর্টস ডেস্ক: হারলেই ট্রফি হাতছাড়া। এমন কঠিন সমীকরণের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপাকে বাংলাদেশ ক্রিকেট দল। স্কোর বোর্ডে মাত্র ১৬ রান জমা করতেই সাজঘরে দুই ওপেনার লিটন কুমার দাস ও তামিম ইকবাল। ১ ও ৫ রানে ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরির শিকার হন লিটন-তামিম। রিভিউ নিয়েও এলবিডব্লিউর সিদ্ধান্ত বদলাতে পারেননি তামিম।

শনিবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস পর্ব শেষে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, টস জিতলে আমরা প্রথমে বোলিং করতাম। উইকেট দেখে মনে হচ্ছে শুরুতে বোলিং করলে ভালো হতো। আমাদের বোলাররা উইকেট থেকে সুবিধা পেত। যেহেতু ব্যাটি করছি, আমাদের ব্যাটসম্যানদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

ধারাভাষ্যকারের এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, প্রথম ওয়ানডে ম্যাচে আমরা যে একাদশ নিয়ে খেলেছি সেটাই থাকবে, দ্বিতীয় ওয়নাডেতে কোনো পরিবর্তন নেই।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম লাথাম, ডি গ্রান্ডহোম, জেমস নিসাম, টড স্টেল, ম্যাট হেনরি, ফার্গুনসন ও ট্রেন্ট বোল্ট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে