রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৯, ০৯:৫৪:০৭

ভারতের বিশ্বকাপ একাদশ ঘোষণা

ভারতের বিশ্বকাপ একাদশ ঘোষণা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে নিজেদের শেষ ওয়ানডে সিরিজে ভারত লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে, ঘরের মাটিতে। এই সিরিজের জন্য সম্প্রতি দল ঘোষণা করেছে বোর্ড। ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা হয়নি অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিকের।

বিশ্বকাপের আগমুহূর্তে ওয়ানডে দলে জায়গা হারানো কার্তিকের জন্য সুখকর অনুভূতি নয়। অস্ট্রেলিয়া সিরিজের দলে না রাখায় বিশ্বকাপের ভারত দলেও তার জায়গা হবে না বলে ধারণা করা হচ্ছে। এমন অবস্থায় কার্তিকের উপর ভরসা রাখেননি দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনও।

বিশ্বকাপে একাদশ কেমন হওয়া উচিত- এ নিয়ে ভারতের ক্রিকেট অঙ্গনে চলছে আলোচনা। আজহারউদ্দিনও দিয়েছেন তার একাদশ। আর সেই একাদশেও জায়গা হয়নি কার্তিকের। অস্ট্রেলিয়া সিরিজের দলে ডাক পেয়ে চমক জাগানো রিশাভ প্যান্ট জায়গা পেয়েছেন আজহারউদ্দিনের একাদশেও।

আজহারউদ্দিনের ঘোষিত একাদশের সাথে অবশ্য ভারতের বর্তমান একাদশের বেশ মিল রয়েছে। ব্যাটিং উদ্বোধনীতে ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ভরসা রেখেছেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের উপরই। এরপর রয়েছে অধিনায়ক বিরাট কোহলি, যিনি দীর্ঘদিন ধরে ব্যাটিং অর্ডারের উপরিভাগ ও তিন নম্বর জায়গাকে আগলে রেখেছেন শক্ত হাতে। কোহলির পর চতুর্থ স্থানে আজহারউদ্দিন জায়গা দিয়েছেন আলোচিত রিশাভ প্যান্টকে। আর উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির গ্লাভসেই আস্থা রেখেছেন তিনি।

অলরাউন্ডার হিসেবে একাদশে রয়েছেন দুইজন ক্রিকেটার। একজন স্পিনিং অলরাউন্ডার কেদার যাদব এবং অপরজন পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ইংল্যান্ডের পেস বান্ধব কন্ডিশনের কথা চিন্তা করে একাদশে আজহারউদ্দিন রেখেছেন তিনজন ফাস্ট বোলার। এরা হলেন- ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও জসপ্রিত বুমরাহ। আর স্পিন দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কূলদ্বীপ যাদব ও যুযবেন্দ্র চাহালের যেকোনো একজনকে বেছে নেওয়ার পরামর্শ রেখেছেন আজহারউদ্দিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে