বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯, ০৮:৩০:৫১

চলছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের খেলা, ৬০ বলে ৯৩ রান দিলেন মোস্তাফিজ

চলছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের খেলা, ৬০ বলে ৯৩ রান দিলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজ। এদিকে সিরিজের প্রথম দুই ম্যাচে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে আজ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে সময় ভোর ৪টায় মাঠে নেমেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

এই ম্যাচে টসে জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। আজকের এই ম্যাচে একটি পরিবর্তন। আগের দুম্যাচেই ফিফটি করা মোহাম্মদ মিঠুন চোটে বাইরে, তার জায়গায় খেলছেন পেসার রুবেল হোসেন।

ব্যাট করতে নেমে নিজেদের ইনিংসের দলীয় ২১ রানের মাথায় আউট হন কলিন মুনরো। তাকে সাজঘরে ফেরান মাশরাফি। বিদায়ের আগে তিনি করেন ৮ রান। এরপর আঘাত হানেন সাইফুদ্দিন। প্রথম দুই ওয়ানডেতে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি (১১৭* ও ১১৮) করা মার্টিন গাপটিলকে ফেরান তিনি। তামিম ইকবালের অসাধারণ এক ক্যাচে আউট হবার আগে গাপটিল করেন ৪০ বলে ২৯ রান করে। তার বিদায়ের মধ্য দিয়ে ৫৯ রানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড।

এরপর তৃতীয় উইকেট জুটিতে রস টেইলের সঙ্গে ৯২ রান যোগ করেন নিকোলাস। দুর্দান্ত খেলতে থাকা নিকোলাসকে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ। দলের রান তখন ১৫১। তামিম ইকবালের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ৭৪ বলে ৬৪ রান করেন নিকোলাস। তার ইনিংসে ছিল সাতটি চারের মার।

এরপর ৫৫ রানের জুটি গড়েন টম লাথাম ও রস টেইলর। রস টেইলরের বিদায়ে এই জুটি ভাঙ্গে দলীয় ২০৬ রানের মাথায়। রুবেল হোসেনের বলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরার আগে ৮২ বলে সাতটি বাউন্ডারির সাহায্যে ৬৯ রান করেন টেইলর।

নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রানের বিশাল পুঁজি পায় বাংলাদেশ।

এদিকে বাংলাদেশের বোলারদের কোন পাত্তাই দেয়নি নিউজিল্যান্ড। মাশরাফি ১ উইকেট মোস্তাফিজ ২ উইকেট পেলেও ১০ ওভারে রান দিয়েছেন ৯৩। রুবেল, সাইফ উদ্দিন, মিরাজ ১টি করে উইকেট পেয়েছন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে