বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯, ১১:১৫:৪৮

আমি দেশের জন্য যুদ্ধ করতে তৈরি : হুঙ্কার শামির

আমি দেশের জন্য যুদ্ধ করতে তৈরি : হুঙ্কার শামির

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে আগের দিন হরভজন সিংহ তোপ দেগেছিলেন। এ বার মুখ খুললেন ভারতীয় দলের বর্তমান দুই ক্রিকেটার— মোহাম্মদ শামি এবং যুজবেন্দ্র চহাল। শামি তো এও জানিয়ে দিয়েছেন, তিনি যুদ্ধ করতে তৈরি।  

ভারতীয় বোলিংয়ের অন্যতম অস্ত্র শামি আগের দিন প্রয়াত জওয়ানদের পরিবারদের অর্থসাহায্য করেছিলেন। সেই শামি মঙ্গলবার সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘পুলওয়ামার ঘটনা আমাদের ভুলে গেলে চলবে না। যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদের কিছুতেই ভোলা যাবে না।’’ 

এখানেই শেষ নয়। শামি বলেছেন, ‘এই ঘটনায় আমি প্রচণ্ড ক্রুদ্ধ। স্তম্ভিত হয়ে গিয়েছি। দেশের সবাই নিশ্চয়ই একই রকম ভাবছেন। আমি দেশের জন্য লড়াই করতে তৈরি, আমাদের পরিবারের জন্য লড়াই করতে তৈরি। আমার মনে হয় না, দেশের কেউ না বলবে এতে। আমি যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার জন্য তৈরি।’

জঙ্গি হামলার ঘটনার জেরে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের দাবি উঠেছে। যে দাবিতে গলা মিলিয়েছেন হরভজনের মতো ক্রিকেটার।

একই প্রশ্নের উত্তরে শামি বলেছেন, ‘আমার মনে হয়, এ ব্যাপারে সরকারেরই সিদ্ধান্ত নেওয়া উচিত। যা সিদ্ধান্ত নেওয়া হবে, তা আমরা মেনে চলব।’ 

পাশাপাশি শামি এও যোগ করেছেন, ‘আমি একটা জিনিস চাইব। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজটা যদি আমরা জিতি, তা হলে সেটা যেন মৃত জওয়ানদের উৎসর্গ করা হয়। অস্ট্রেলিয়া সিরিজটা আমি ব্যক্তিগত ভাবে প্রয়াত জওয়ানদের জন্য জিততে চাই।’

শামি এও বলেছেন, ‘প্রয়াত জওয়ানদের পরিবারকে সাহায্য করাটা আমাদের একটা কর্তব্য। আমার মতে, প্রত্যেক ভারতীয়ের উচিত আমাদের সেনাবাহিনীর পাশে দাঁড়ানো।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে