শুক্রবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৯, ০৩:৩০:৪৭

দারুণ সুখবর, এবার তালিকায় মাশরাফির সঙ্গে আশরাফুলের নাম!

 দারুণ সুখবর, এবার তালিকায় মাশরাফির সঙ্গে আশরাফুলের নাম!

স্পোর্টস ডেস্ক : দারুণ সুখবর, এবার তালিকায় মাশরাফির সঙ্গে আশরাফুলের নাম! ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট 'ইএসপিএন ক্রিকইফো' প্রকাশ করেছে এ যাবৎকালে বাংলাদেশের বিশ্বকাপ সেরা একাদশ। বাংলাদেশ বিশ্বকাপে খেলার সুযোগ পায় ১৯৯৯ বিশ্বকাপ থেকে। এই পর্যন্ত বাংলাদেশ পাঁচবার বিশ্বকাপে অংশগ্রহন করে। ১৯৯৯ সাল থেকে অংশগ্রহন করা খেলোয়ারদের থেকে সেরা পারফর্মেন্সদের বাছাই করে বাংলাদেশের সেরা বিশ্বকাপ একাদশ নির্বাচন করেছে তারা।

এই দলে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড পরানো হয়েছে বর্তমান জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাকে। একাদশে থাকা ক্রিকেটারদের মধ্যে আটজনই বর্তমানে জাতীয় দলের হয়ে খেলছেন। বাংলার ক্রিকেট কান্ডারী বিশ্বসেরা অলরাউন্ডার যে থাকবেনই তা কি আর বলতে হয়!

১৯৯৯ সালের বিশ্বকাপের ম্যাচে স্কটল্যান্ড এবং পাকিস্তানকে হারানোর দুই নায়ক যথাক্রমে মিনহাজুল আবেদিন নান্নু এবং খালেদ মাহমুদ সুজন আছেন এই একাদশে।

বিশ্বকাপে দুটি করে ম্যাচ সেরার পুরস্কার পাওয়া মোহাম্মদ আশরাফুল এবং ইমরুল কায়েসও আছেন এই একাদশে। আছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং তামিম ইকবালও।

বিশ্বকাপে গুরুত্বপূর্ণ সময়ে পারফর্ম করায় মোহাম্মদ রফিক, এবং রুবেল হোসেন জায়গা করে নিয়েছেন এতে। একাদশে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে আছেন মুশফিকুর রহিম।

ক্রিকইনফো প্রকাশিত বাংলাদেশের বিশ্বকাপ সেরা একাদশঃ- মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেট), সাকিব আল হাসান, মিনহাজুল আবেদিন, মোহাম্মদ আশরাফুল, খালেদ মাহমুদ, মোহাম্মদ রফিক, রুবেল হোসেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে