শুক্রবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৯, ০৪:০৪:৪৩

কে জিতবে? পাকিস্তান জিতবে, কারণ ওরা দুটো পয়েন্ট পাবে: গাভাস্কার

কে জিতবে? পাকিস্তান জিতবে, কারণ ওরা দুটো পয়েন্ট পাবে: গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : পুলওয়ামায় জঙ্গি হামলার পর আসন্ন বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সংশয় দেখা দিয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিংহরা পাকিস্তানকে বয়কটের ডাক দিয়েছেন। ১৬ জুন পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ভারতের। কিন্তু সুনীল গাভাস্কারের অভিমত, পাকিস্তানকে বয়কট করলে ভারতেরই ক্ষতি।

তিনি প্রশ্ন তুলেছেন, বিশ্বকাপে ভারত পাকিস্তানের বিরুদ্ধে না খেললে কার জয় হবে? বলেছেন, আমি সেমিফাইনাল, ফাইনালের কথা বলছিই না। কে জিতবে? পাকিস্তান জিতবে, কারণ ওরা দুটো পয়েন্ট পাবে। ভারত এপর্যন্ত বিশ্বকাপে যতবারই দেখা হয়েছে, পাকিস্তানকে হারিয়েছে। সুতরাং যেখানে পাকিস্তানকে হারিয়ে আমরা নিশ্চিত করতে পারি যে, ওরা টুর্নামেন্টে এগতে পারবে না, সেখানে ম্যাচ বয়কট করে আসলে দুটো পয়েন্ট খোয়াব। যদিও আমি দেশের পাশেই আছে। সরকার যে সিদ্ধান্তই নিক, আমি পূর্ণ সমর্থন করব। দেশ যদি চায়, পাকিস্তানের সঙ্গে খেলা উচিত নয়, আমি মেনে নেব। 

প্রবীণ ক্রিকেটার আরও বলেন, পাকিস্তানের লোকসান কোথায়? তখনই যখন ওরা ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না। অনেক দলের টুর্নামেন্টে ওদের সঙ্গে না খেললে ভারতেরই লোকসান। যদিও বুঝতে পারছি, অসন্তোষ, আবেগ তুঙ্গে রয়েছে, কিন্তু গোটা বিষয়টা আরেকটু গভীরে ঢুকে বিচার করা উচিত। ওদের সঙ্গে না খেললে কী হবে? ভাল করেই জানি, দুটো পয়েন্ট হাতছাড়া করেও কোয়ালিফাই করার মতো যথেষ্ট শক্তি ভারতের আছে। কিন্তু কেন ওদের হারিয়ে যাতে কোয়ালিফাই করতেই না পারে, সেটা সুনিশ্চিত করব না?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে