শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯, ০৫:২২:৫৮

শুধু জয় নয়, ইতিহাস গড়ল শ্রীলঙ্কা

শুধু জয় নয়, ইতিহাস গড়ল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৯৭ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কা। শুধু জয় নয়, একই সাথে ইতিহাস গড়ার জন্য প্রয়োজন ছিল ১৯৭ রান। গতকাল দ্বিতীয় দিনেই ২ উইকেট হারিয়ে ৬০ রান করে ফেলেছিল লঙ্কানরা। টেস্টের বাকি তিন দিনে তাদের প্রয়োজন ছিল মাত্র ১৩৭ রান।

তবে বাকি তিন দিন আর প্রয়োজন হয়নি। তৃতীয় দিনেই সেই রান তুলে ইতিহাস গড়ল লঙ্কানরা। বলা ভালো, তৃতীয় দিনে প্রোটিয়ারা পাত্তাই পায়নি লঙ্কানদের কাছে। কোন উইকেটই যে ফেলতে পারেনি দলটির।

আগের দিনে অপরাজিত থাকা ওসাদা ফার্নান্দো ও কুশাল মেন্ডিস আজ অপরাজিত থেকেই ম্যাচ শেষ করেছেন। কুশাল মেন্ডিস ৮৪ ও ফার্নান্দো ৭৫ রানে অপরাজিত ছিলেন। ফলে ৮ উইকেটের বিশাল জয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম এশিয়ার দল হিসেবে সিরিজ জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।

এর আগে টেস্টে প্রথম ইনিংসে ২২২ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে মাত্র ১৫৪ রানেই অল আউট হয়েছিল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে পাওয়া বড় লিডও কাজে লাগাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে তারা অলআউট হয়েছিল মাত্র ১২৮ রানেই। ফলে সব মিলিয়ে ১৯৭ রানের টার্গেট দাড়ায় শ্রীলঙ্কার সামনে যা মাত্র ২ উইকেট হারিয়েই তুলেনেয় লঙ্কানরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে