রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:৫৬:১৮

২০ ওভারে ২৭৮ রান নিয়ে আফগানিস্তানের বিশ্বরেকর্ড

২০ ওভারে ২৭৮ রান নিয়ে আফগানিস্তানের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক: আফগান ক্রিকেটের তো জয়রথ চলছেই। তাদের একের পর এক জয়ে অবাক ক্রিকেটবিশ্বও। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে নতুন এক রেকর্ড করলো আফগানিস্তান। এক ইনিংসেই তারা করেছে ২৭৮ রান। যা তছনছ করে দিয়েছে অন্যসব রেকর্ডকেও।

আজ (শনিবার) দেহরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান তুলেছে ৩ উইকেটে ২৭৮ রান। অর্থাৎ জিততে হলে ২৭৯ রানের অসম্ভব এক লক্ষ্য পার করতে হবে আইরিশদের।

এক ম্যাচে অনেকগুলো রেকর্ড হয়েছে। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের সঙ্গে সর্বোচ্চ রানের জুটি ও ছক্কার বিশ্বরেকর্ড, বিনোদনের যেন পসরা সাজিয়ে বসেছিল দেহরাদুন।

টস জিতে প্রথমে ব্যাটিং নেয় আফগানিস্তান। হযরতউল্লাহ জাজাই আর উসমান গনি উদ্বোধনী জুটিতেই তুলেন ২৩৬ রান। শুধু ওপেনিংয়ে নয়, টি-টোয়েন্টিতে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটি। এই ম্যাচে ৬২ বলে ১৬২ রানে অপরাজিত ছিলেন জাজাই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে