শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ০৮:৫১:০৪

বিপিএলে ‘সেরা ডেলিভারী’ দিয়ে ইতিহাসের পাতায় এক বাংলাদেশি টাইগার

বিপিএলে ‘সেরা ডেলিভারী’ দিয়ে ইতিহাসের পাতায় এক বাংলাদেশি টাইগার

স্পোর্টস ডেস্ক: স্বল্প আসরের টি২০ মানেই চার ছক্কার কঠিন সমীকরণ। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের শুরুতেই দেখা যাচ্ছে রানের মন্দাভাব। ব্যাটিংয়ের চেয়ে এবারের আসরে বোলারদের আধিপত্যটা একটু বেশিই দেখা যাচ্ছে। এবারের বিপিএলে সেরা বোলারের দৌঁড়ে এগিয়ে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার আবু হায়দার রনি। এই আসরে এক সেরা ডেলিভারী দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখাতে ভুল করেননি তিনি। ১৬৪ রানের লক্ষ্য নিয়ে তখন ব্যাট করছে রংপুর রাইডার্স। চতুর্থ ওভারের চতুর্থ বল। বোলিংয়ে তখন বাঁ-হাতি পেসার আবু হায়দার রনি। ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের লেন্ডল সিমন্স। ইয়র্কার লেংথের ডেলিভারিটা একেবারেই বুঝে ওঠার সুযোগ পেলেন না সিমন্স। বলের সুইং বুঝে ওঠার আগেই বল গিয়ে আঘাত হানে লেগ স্ট্যাম্পে। ভারসাম্য ধরে রাখতে না পেরে ক্রিজেই হুমড়ি খেয়ে পড়ে যান এই ওয়েস্ট ইন্ডিয়ান। ২০ বলে ২৫ রান করে আউট হয়ে যান। ততক্ষণে রনিকে ঘিরে সতীর্থকে ঘিরে উল্লাস শুরু হয়ে গেছে। আর বলে দেয়া যায়, এটাই টুর্নামেন্টের সেরা ডেলিভারি। অন্তত ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো তেমনটাই মানছে। প্রসঙ্গত, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উইকেট তালিকায় শীর্ষে এখন এই রনি। ১১ ম্যাচে ২১ টি উইকেট পেয়েছেন এই উদীয়মান পেসার। ১২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে