শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫, ০৯:১৪:১৯

‘এই আসরে কুমিল্লা খুবই ভাগ্যবান দল’

‘এই আসরে কুমিল্লা খুবই ভাগ্যবান দল’

স্পোর্টস ডেস্ক: কথার মার-প্যাঁচ আর এড়িয়ে যাওয়ার যত বাহনাই করুক না কেন অবশেষে রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান স্বীকার করে নিয়েছেন তাদের দলের প্লেয়াররা খুব একটা ভালো খেলতে পারেনি কোয়ালিফায়ার ম্যাচে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরটায় বল হাতে সফল হলেও ব্যাট হাতে পুরোদমে ব্যার্থ সাকিব আল হাসান । প্রথম কোয়ালিফায়ারে মাশরাফির কুমিল্লার সঙ্গে বড় ব্যবধানে হারের পর রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান মেনে নিয়েছেন, ভালো খেলেননি তারা। এখানেও টুইসট রাখতে ভুলেননি তিনি। জানিয়ে দিলেন, তাদের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ভাগ্যটা খুব ভালো ছিল। শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দল হিসেবে ফাইনালে যাওয়ার লড়াইয়ে কুমিল্লার কাছে ৭২ রানে হারে রংপুর। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব জানান, পুরো ম্যাচেই বাজে খেলেছেন তারা। “আমার কাছে সবচেয়ে বেশি যেই জিনিসটা মনে হচ্ছে, এই আসরে ওরা (কুমিল্লা) খুবই লাকি ছিল। যেভাবে ইচ্ছা ব্যাট চালিয়েছে, যেটা ব্যাটে লাগেনি নাই সেটা (ব্যাট কানা) মিস করে গেছে। যেটা ব্যাটে লেগেছে সেটা গ্যাপে পড়ছে অথবা বাউন্ডারি হয়ে গেছে।” অলরাউন্ডারসহ পাঁচ স্পিনার নিয়ে কুমিল্লার বিপক্ষে খেলেছিল। উইকেটে স্পিনারদের জন্য বেশ সহায়তাও ছিল, সেই সুবিধা নিতে না পারার হতাশা ব্যক্ত করেন সাকিব। ১২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে