বুধবার, ১৩ মার্চ, ২০১৯, ১১:১৭:৩৩

হ্যাটট্রিক করে অপমানের প্রতিশোধ নিলেন রোনালদো!

হ্যাটট্রিক করে অপমানের প্রতিশোধ নিলেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক: হ্যাটট্রিক করে অপমানের প্রতিশোধ নিলেন রোনালদো! চ্যাম্পিয়নস লিগের রাজা বলা হয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। আর চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের চেয়ে নক আউট পর্বে রাজত্ব করাটাই যেন এই রাজার সখ। সেই সখ আরো একবার পূর্ন করলেন রাজা ক্রিশ্চিয়ানো রোনালদো। আর রাজা ক্ষেপলে প্রজাদের কি আর পালানোর অবস্থা থাকে?

অ্যাতলেটিকো মাদ্রিদের ঠিক সেটাই হল। নিজেদের মাঠে অ্যাতলেটিকো মাদ্রিদ ২-০ গোলে জিতে রোনালদোকে অপমান করেছিল। সেদিনই রোনালদো হুঙ্কার দিয়ে এসেছিলেন। আর রোনালদোর হুঙ্কার মানেই অন্যরকম কিছু। সেটা যে কেমন হয়, তা গতকাল রাতে টের পেল অ্যাতলেটিকো মাদ্রিদ। এক রোনালদোর কাছে হেরেই প্রথম লেগের জয় সত্তেও ছিটকে গেল তারা।

জুভেন্টাসের মাঠ তুরিনে ম্যাচে নামার আগে জুভেন্টাস পিছিয়ে ছিল ২-০ গোলে। খেলাটি পেনাল্টিতে নিতে চাইলেও ২-০ গোলে জিততে হবে জুভেন্টাসকে। এমন ম্যাচের আগে যুদ্ধের ডাক দিয়েছিলেন রোনালদো।

যুদ্ধের ম্যাচে শুরু থেকেই আক্রমনাত্মক খেলতে থাকে জুভেন্টাস। ম্যাচের চতুর্থ মিনিটেই গোল পেয়ে যায় তারা। কিন্তু গোল করার আগে অ্যাতলেটিকো গোলকিপার ওবলাককে ফাউল করার কারণে গোলটি বাতিল করা হয়।

তবে ম্যাচের ২৭ মিনিটের সময় ক্রিশ্চিয়ানোর গোলে এগিয়ে যায় জুভেন্টাস। বার্নার্দেস্কির ক্রসে ক্রিশ্চিয়ানোর দুর্দান্ত হেডে এগিয়ে যায় জুভেন্টাস। বিরতি পর্যন্ত ১-০ গোলেই এগিয়ে ছিল তারা।

বিরতির পর ম্যাচের ৪৮ মিনিটে আবারো রোনালদোর বিখ্যাত মাথার কল্যানে লিড ২-০ করে জুভেন্টাস। এবার স্বদেশী জোয়াও ক্যান্সেলোর ক্রসে রোনালদোর হেড ওবলাক আটকে দিলেও রিপ্লেতে দেখা যায় বল গোললাইন অতিক্রম করে ফেলে। ফলে দ্বিতীয় গোলটিও পেয়ে যায় জুভেন্টাস।

এবার ম্যাচে টানটান উত্তেজনা। আর একটি গোল প্রয়োজন জুভেন্টাসে। ঐদিকে অ্যাতলেটিকোও আছে বিপদে। এমন ভাবে এগিয়ে চলা ম্যাচের ৮৬ মিনিটে পেনাল্টি পায় জুভেন্টাস। আর সেই পেনাল্টি থেকে কি আর গোল মিস করেন রোনালদো!

ফলাফল যা হওয়ার তাই হল, ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিল অ্যাতলেটিকো মাদ্রিদ। আর কোয়ার্টারে উঠে গেল জুভেন্টাস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে