বুধবার, ১৩ মার্চ, ২০১৯, ০৮:৪৩:৪৯

আজ ভারতের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন উসমান খাজা

আজ ভারতের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন উসমান খাজা

স্পোর্টস ডেস্ক : মোহালির পর দিল্লী কোটলা। উসমান খাজা আরও একবার অপ্রতিরোধ্য হয়ে উঠলেন। কোটলায় ১০৬ বল খেলে করলেন ১০০। সঙ্গে ১৭ বছরের পুরনো এক রেকর্ড ভাঙলেন। আবার বিশ্বরেকর্ডও করলেন। 

চলতি সিরিজে ভারতের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স করেছেন উসমান খাজা। ভারতের বিরুদ্ধে এক সিরিজে সব থেকে বেশি রান করা ব্যাটসম্যান এখন উসমান খাজা। চলতি সিরিজে তিনি ৩৮৩ রান করেছেন। এর আগে ২০১৫ সালে এবি ডিভিলিয়ার্স ৩৫৮ করেছিলেন। এবিকে টপকে বিশ্বরেকর্ড করলেন উসমান খাজা। 

২০০২ সালে ক্রিস গেইল ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে চারটি অর্ধশতরান বা তার থেকে বেশি রানের ইনিংস খেলেছিলেন। সেই রেকর্ডও ভেঙে ফেললেন উসমান খাজা। কোটালায় ভারতের বিরুদ্ধে ২৭২ রানের লক্ষ্যমাত্রা খাঁড়া করেছে অস্ট্রেলিয়া। উসমান খাজা ছাড়া রান পেয়েছেন হ্যান্ডসকম্ব (৫২)। উসমান খাজা একদিনের ক্রিকেটে দুটি সেঞ্চুরির মালিক। আর দুটিই ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে