শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯, ১২:১৫:৫১

স্টেডিয়ামের ম্যানহোলে পড়ে গুরুতর আহত পাকিস্তানের চাচা

স্টেডিয়ামের ম্যানহোলে পড়ে গুরুতর আহত পাকিস্তানের চাচা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেটে তিনি জনপ্রিয় মুখ। শুধু পাকিস্তান ক্রিকেটে কেন, বিশ্ব ক্রিকেটে চাচা যেন আপামোর ক্রিকেটপ্রেমীদের হয়ে গ্যালারিতে দাঁড়ান। অনেকটা ভারতের সুধীর গৌতমের মতো। 

দুই দেশের রাজনৈতিক অস্থিরতার মাঝে চাচা-সুধীররা যেন ক্রিকেট মাঠে সাম্যের প্রতীক। সেই চাচা এবার দুর্ঘটনার কবলে। পাকিস্তান সুপার লিগের ম্যাচ দেখতে গিয়েছিলেন পাকিস্তান ক্রিকেটের চাচা। 

যার আসল নাম মোহাম্মদ বসির। ম্যাচ দেখে বেরোনোর পর স্টেডিয়ামের বাইরে খোলা ম্যানহোলে পড়ে যান তিনি। তলপেট ও পাঁজরের নিচের অংশে গুরুতর চোট পেয়েছেন ৬৯ বছর বয়সী চাচা।

পিএসএল ফিরেছে পাকিস্তানের মাটিতে। টুর্নামেন্টের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হচ্ছে করাচির স্টেডিয়ামে। সেই স্টেডিয়ামের বাইরে ২২টি ম্যানহোল খোলা। কোনও ঢাকনা নেই। এদিন সেরকমই একটি খোলা ম্যানহলে পা পিছলে পড়ে যান চাচা।

পাকিস্তানের ক্রিকেটে উন্নতির কথা বারবার বলে পিসিবি। এদিকে, দেশের অন্যতম সেরা স্টেডিয়ামের বাইরে চূড়ান্ত অব্যবস্থা। চাচার দুর্ঘটনার কবলে পড়ার ঘটনা পিসিবিকে কাঠগড়ায় দাঁড় করালো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে