সোমবার, ১৮ মার্চ, ২০১৯, ০৪:৩২:২৯

আসন্ন বিশ্বকাপে নিরাপত্তা থাকবে অগ্রাধিকারে : আইসিসি

আসন্ন বিশ্বকাপে নিরাপত্তা থাকবে অগ্রাধিকারে : আইসিসি

স্পোর্টস ডেস্ক : আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে নিরাপত্তা থাকবে অগ্রাধিকারে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন  ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। 

শুক্রবারের ওই হামলা থেকে মাত্র ৩/৪ মিনিটের জন্য রক্ষা পান বাংলাদেশ ক্রিকেট দলের তারকারা। নিরাপত্তার ক্ষেত্রে কোনো কাজই অসম্পন্ন রাখছেন না তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

করাচিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চূড়ান্ত ম্যাচের ফাঁকে রিচার্ডসন বলেছেন, আমি মনে করি না যে, নিরাপত্তার বিষয়টি নতুন কিছু। অবশ্যই নিউজিল্যান্ডে যা ঘটেছে তাতে অনেক মানুষ হতাশ। এর ফলে নিরাপত্তা নিয়ে আত্মতুষ্টি লাভের সুযোগ নেই, বিশেষ করে বিশ্বকাপে। 

উল্লেখ্য, এবার ৩০ মে থেকে ১৪ই জুলাই পর্যন্ত বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। এ বিষয়ে রিচার্ডসন বলেন, বৃটেনের সব নিরাপত্তা সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে নিরাপত্তা বিষয়ক পরিচালকরা এরই মধ্যে তাদের কাজ শেষ করে ফেলেছেন বলে আমি জানি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে