সোমবার, ১৮ মার্চ, ২০১৯, ১০:২৮:৪৮

প্রয়োজনে বিদেশে রিয়াদ-মুশফিকদের জন্য নিজস্ব সিকিউরিটি পাঠাবে বিসিবি

প্রয়োজনে বিদেশে রিয়াদ-মুশফিকদের জন্য নিজস্ব সিকিউরিটি পাঠাবে বিসিবি

স্পোর্টস ডেস্ক : আল্লাহ্ তালার অশেষ রহমতে নারকীয় হত্যাজজ্ঞ থেকে রক্ষা পেয়েছে তামিম-মুশফিকরা। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদ আল নুরের ঘটনার পর থেকে টাইগার ক্রিকেটারদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে চিন্তার সময় চলে এসেছে।

ঘটনার সময় জুমার নামাজ পড়তে সেই মসজিদ আল নুরে গিয়েছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। যদিও তারা মসজিদে পৌঁছার আগেই নারকীয় হত্যাজঞ্জের ঘটনা ঘটে যায়। ওই সময় বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। যা নিয়ে দেশ-বিদেশে তুমুল সমালোচনা তৈরি হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছেও এ বিষয়ে প্রশ্ন উঠে যায়। এমনকি বিসিবির পক্ষ থেকে ক্রিকটে নিউজিল্যান্ডের কাছেও এ বিষয়ে ব্যাখ্যা দাবি করা হয়।

ঘটনার পর পরই বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, ভবিষ্যতে ক্রিকেট দলের বিদেশ সফরে নিরাপত্তার বিষয়টাই আগে খতিয়ে দেখা হবে। এরপরই দল সফরে যাবে কি যাবে না- তা নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এমনকি বিসিবি প্রধানকে জিজ্ঞাসা করা হয়, ভবিষ্যতে কোনো সফরে ক্রিকেটারদের সঙ্গে বিসিবির নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকবে কি না। জবাবে বিসিবি প্রধান জানিয়ে দেন, প্রয়োজন হলে ক্রিকেটারদের সঙ্গে বিসিবির নিজস্ব নিরাপত্তা কর্মী পাঠানো হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে