মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯, ১১:১৪:২৮

একনজরে আইপিএলের আট দলের চূড়ান্ত একাদশ

একনজরে আইপিএলের আট দলের চূড়ান্ত একাদশ

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলের) ১২তম আসর শুরু হতে আর মাত্র কয়েক দিন। আগামী ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল আসর।

চলুন আইপিএল ১২তম আসরের সবগুলো দলের পুরো স্কোয়াড দেখেনি:-

১। চেন্নাই সুপার কিংস: এমএস ধোনি (অধিনায়ক), সুরেশ রায়না, দীপক চহর, কে এম আসিফ, কর্ণ শর্মা, ধ্রুব শোরে, ফাফ ডু প্লেসিস, এম বিজয়, রবীন্দ্র জাদেজা, স্যাম বিলিংস, মিচেল সানটনার, ডেভিড উইল, ডোয়াইন ব্রাভো, শেন ওয়াটসন, লুঙ্গি নাইজিদি, ইমরান তাহির, কেদার যাদব, অম্বতি রায়ডু, হার্ভন সিং, এন জগদেশান, শরদুল ঠাকুর, মনু কুমার, চৈতন্য বিষ্ণু, মোহিত শর্মা, রুটুরজ গায়কওয়াদ,

২। দিলি ক্যাপিটালস: শরিয়া আয়ার, ঋষভ পান্ত, পৃথ্বী শও, অমিত মিশ্র, আভাস খান, হারশাল প্যাটেল, রাহুল তিততিয়া, জয়ন্ত যাদব, মনজোট কালরা, কলিন মুনরো, ক্রিস মরিস, কগিসো রবদা, সন্দীপ লামিচেন, ট্রেন্ট বোল্ট, হানুম বিহারী, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, আঙ্কুশ ব্যানস, নাথু সিং, কলিন ইনগ্রাম, শেরফানে রাদারফোর্ড, কেমো পল, জলজ সাক্সেনা, বান্দরু আয়পা, অভিষেক শর্মা, বিজয় শঙ্কর, শাহবাজ নদীম ও শিখর ধাওয়ান।

৩। কিংস ইলেভেব পাঞ্জাব: কেএল রাহুল, ক্রিস গেইল, অ্যান্ড্রু টিয়ে, মায়াঙ্ক আগরওয়াল, অঙ্কিত রাজপুত, মুজিব উর রহমান, করণ নাইর, ডেভিড মিলার এবং রবিচন্দ্রন অশ্বিন, মোয়েসেস হেনরিকস, নিকোলাস পুরন, বরুন চক্রবর্তী, স্যাম কুরান , মোহাম্মদ শামী, সরফরাজ খান, অর্ধদিপ সিং, দর্শন নলকান্দ, প্রভৃতিমনান সিং, অগ্নিনিষ আয়াচি, হারপ্রীত ব্রর,, মুুরুগান অশ্বিন,

৪। কলকাতা নাইট রাইডার্স: দীনেশ কার্তিক (অধিনায়ক), রবিন উথাপ্পা, ক্রিস লিন, আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, শুভমান গিল, পিয়ুষ চওলা, কুলদীপ যাদব, প্রসীষ কৃষ্ণা, শিবম মাভি, নিতিশ রানা, রিঙ্কু সিং, কমলেশ নাগরকোতি

কার্লোস ব্রথওয়েতে, লকি ফার্গুসন, অরিচ নর্তেজ, নিখিল নায়েক, হ্যারি গুর্নে, ইরা পৃথ্বিরাজ, জো ডেনলি, শ্রীকান্ত মুন্ধু।

৫। মুম্বাই ইন্ডিয়ানস: রোহিত শর্মা (অধিনায়ক), হার্ডিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ, ক্রুনাল পান্ডা, ইশান কিশান, সূর্যকুমার যাদব, মায়ান মরকেদ, রাহুল চাহর, অনুুকুল রায়, সিদ্দশ লাদ, আদিত্য তারে, কুইন্টন ডি কক, ইভিন লুইস, কিরন পোলার্ড, বেন কাটিং , মিচেল ম্যাকক্লেনহান, অ্যাডাম মিল্ন, জেসন বেরেন্দ্রফ।

লাসিথ মালিঙ্গা, আনমলপ্রীতি সিং, বারিন্ডার স্রান, পঙ্কজ জয়সওয়াল, রশিখ সালাম, যুবরাজ সিং ও কুয়েন্টন ডি কক।

৬। রাজস্থান রয়েলস: অজিঙ্কা রাহানে, কৃষ্ণপা গোথাম, সঞ্জু স্যামসন, শ্য্যয়াস গোপাল, আরিয়মান বিড়লা, এস মিডহুন, প্রশান্ত চোপড়া, স্টুয়ার্ট বিনি, রাহুল ত্রিপথী, বেন স্টোকস, স্টিভ স্মিথ, জোস বাটলার, জোফরা আর্মার, ইশ সোধী, ধাওয়াল কুলকার্নি, মহীপাল লোমর।

জয়দেব উনাদকত, বরুন অরন, ওশেন থমাস, শশাঙ্ক সিং, লিয়াম লিভিনস্টন, শুভম রাজন, মানান ভোহরা, অ্যাশটন টার্নার, রিয়ান পরাগ।

৭। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, পার্থিব প্যাটেল, ইউজেন্দ্র চাহাল, টিম সাউদি, উমেশ যাদব, নবदीপ স্যানি, কুলওয়ান্ত খিজোলিয়া, ওয়াশিংটন সুন্দর, পাওয়ান নেগী, নাথান কোল্টার-নাইল, মঈন আলী, মোহাম্মদ সিরাজ, কলিন ডি গ্র্যান্ডহোম,

শিমরন হ্যাটমিয়ার, দেবদত্ত পদ্দকাল, শিবম দ্যুব, হেনরিচ ক্ল্যাসেন, গুরুকিরাত সিং, হিম্মত সিং, প্রয়াস রায় বর্মন, মানদীপ সিং।

৮। সানরাইজার্স হায়দারাবাদ: বাশলি থম্পী, ভূবনেশ্বর কুমার, দীপক হুদা, মনিষ পান্ডে, টি নটরাজন, রিকি ভূঁই, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কৌল, শ্রীভতস গোস্বামী, খালীল আহমেদ, ইউসুফ পাঠান, বিলি স্ট্যানলেক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, রশিদ খান, মোহাম্মদ নবী,

সাকিব আল হাসান, রিদ্দিমান শাহা, মারটিন গাপটিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে