মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯, ০৯:১০:৫১

ক্রিকেটারদের ক্ষতি হলে নিউজিল্যান্ডকে দায়িত্ব নিতে হতো: টিটিসিবি

ক্রিকেটারদের ক্ষতি হলে নিউজিল্যান্ডকে দায়িত্ব নিতে হতো: টিটিসিবি

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ক্রিকেট বোর্ডের সভাপতি আজিম বারাশাথ বিদেশ সফরে ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। 

ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

বারাশাথ বলেন, যদিও নিউজিল্যান্ডকে একটি নিরাপদ দেশ বলে মনে করা হতো, তবে সাম্প্রতিক ঘটনা বিশ্বকে অবাক করে দিয়েছে। ভবিষ্যতে ক্রিকেটারদের নিরাপত্তার জন্য সতর্কতা অবলম্বন করা জরুরি।

গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জুমার নামাজ আদায় করতে গিয়ে অল্পের জন্য সন্ত্রাসী হামলা থেকে প্রাণে বাঁচেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেই ঘটনায় অন্তত অর্ধশতাধিক মুসল্লি নিহত হয়।

ওই ঘটনার প্রসঙ্গে টেনে বারশাথ আরও বলেন, যদি বাংলাদেশি কোনো ক্রিকেটার দুর্ঘটনার শিকার হতো, তাহলে নিউজিল্যান্ডকে এর দায় দায়িত্ব নিতে হতো। আর এ কারণে নিউজিল্যান্ডে আন্তর্জাতিক ক্রিকেটও নিষিদ্ধ হতো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে