সোমবার, ২৫ মার্চ, ২০১৯, ১২:৫৫:৫২

প্যান্টের বিধ্বংসী ব্যাটিংয়ে মুম্বাইকে হারালো দিল্লী

প্যান্টের বিধ্বংসী ব্যাটিংয়ে মুম্বাইকে হারালো দিল্লী

স্পোর্টস ডেস্ক : রিশব প্যান্টের বিধ্বংসী ব্যাটিংয়ে ২১৩ রানের পাহাড় গড়েছিল দিল্লি কেপিটাল। তা আর টপকাতে পারলো না রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। ৩৭ রানে জয় পায় দিল্লি ক্যাপিটালস।

দিল্লী হয়ে রিশব প্যান্ট ২৭ বলে ৭৮ রান, কলিন ইনগ্রাম ৩২ বলে ৪৭ রান এবং শেখর ধাওয়ান ৩৬ বলে ৪৩ রান করেন। ওদিকে মুম্বাইয়ের হয়ে একাই লড়েছেন যুবরাজ সিং। তিনি ৩৫ বলে ৫৩ রান করেন এবং কুনাল কুনাল পান্ডে ১৫ বলে ৩২ রান।

দলের হয়ে মাত্র ২৭ বল খেলে ২৮৮ স্ট্রাইকরেটে সাতটি চার ও সাতটি ছক্কায় অপরাজিত ৭৮ রান করেন রিশব প্যান্ট। এছাড়া ৩২ বলে সাতটি চার ও এক ছক্কায় ৪৭ রান করেন কলিন ইনগ্রাম। ৩৬ বলে চারটি চার ও এক ছক্কায় ৪৩ রান করেন ওপেনার শেখর ধাওয়ান।

রোববার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে দিল্লি কেপিটাল। প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৯ রানে ওপেনার পৃথ্বী শ ও অধিনায়ক স্রেয়শ আয়ারের উইকেট হারিয়ে প্রাথমিক চাপে পড়ে যায় দিল্লি।

তবে শিখর ধাওয়ান ও কলিন ইনগ্রামের দায়িত্বশীল ব্যাটিংয়ে চাপ সামলিয়ে খেলায় ফেরে দলটি। ইনিংসের শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালান রিশব প্যান্ট। তার সুবাদে দিল্লী ২১৩ রানের পাহাড় গড়ে। জবাবে ১৯.২ বলে ১৭৬ রানে গুটিয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স।

দিল্লি কেপিটাল: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্রেয়শ আয়ার (অধিনায়ক), কলিন ইনগ্রাম, রিশব প্যান্ট, কিমো পাওয়েল, পার্থিব প্যাটেল, রাহুল তিওয়াতি, কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্ট ও ইশান্ত শর্মা।

মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, সুরাইয়া কুমার যাদব, করুনাল পান্ডিয়া, যুবরাজ সিং, হার্দিক পান্ডিয়া, বেন কাটিং, মাইকেল ম্যাকলেঞ্জ, রাসিক সালাম ও যশপ্রীত বুমরাহ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে