শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯, ১০:১৪:৫৬

আন্দ্রে রাসেলকে নিয়ে বড় ধাক্কা খেলো কলকাতা!

আন্দ্রে রাসেলকে নিয়ে বড় ধাক্কা খেলো কলকাতা!

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে দুর্দান্ত খেলছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। ব্যাটিংয়ে ঝড় তুলে গেলইকেও ছাড়িয়ে গেছেন ‘ক্যারিবিয়ান দৈত্য’ আন্দ্রে রাসেল।

তবে ফর্মে থাকা আন্দ্রে রাসেল ইনজুরিতে আক্রান্ত হওয়ায় কলকাতা নাইট রাইডার্সের জন্য সবচেয়ে বড় ধাক্কা। আগামীকাল রোববার চলতি আইপিএলের হ্যাভিয়েট দল চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে কেকেআরের সেরা ক্রিকেটারই ইনজুরিতে। রাসেলের খেলা নিয়ে অনিশ্চিয়তা রয়েছে।

১২ এপ্রিল ইডেন গার্ডেন্সে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ব্যাটিংয়ের সময় হার্সেল প্যাটেলের ফুল টস বল আঘাত হানে রাসেলের কব্জিতে। একটি সূত্রে জানা যায়, আন্দ্রে রাসেলের চোট অতটা গুরুততর নয়। তবে মাঠে ফিরতে তাকে কিছুদিন বিশ্রাম নিতে হবে।

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা আন্দ্রে রাসেল সাত ম্যাচে ব্যাট হাতে সংগ্রহ করেন ৩০২ রান করেন। রান সংগ্রহের দিক থেকে শীর্ষ তিনে আছেন রাসেল। ৬ ম্যাচে ৩৪৯ রান নিয়ে সবার ওপরে আছেন সানরাইজার্স হায়দরাবদাদের অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। আইপিএলের চলতি আসরে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ২৯টি ছক্কা হাঁকিয়েছেন আন্দ্রে রাসেল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে