শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯, ১১:৫৭:২৯

আইপিএলের চলমান আসরে জঙ্গি হামলার আশঙ্কা পুরোপুরি গুজব: মুম্বাই পুলিশ

আইপিএলের চলমান আসরে জঙ্গি হামলার আশঙ্কা পুরোপুরি গুজব: মুম্বাই পুলিশ

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে সন্ত্রাসী হামলা চালাতে পারে জঙ্গিরা। ভারতীয় মিডিয়ায় এমন খবর চাউর হওয়ার পর থেকেই নড়েচড়ে বসে ভারতীয় পুলিশ। তবে আশংকাটি গুজব বলে দাবি করছে মুম্বাই পুলিশ।

সন্ত্রাসী হামলা নিয়ে মুম্বাই পুলিশ শনিবার জানায়, ওয়াংখেড় স্টেডিয়ামে জঙ্গি হামলার খবর পুরোপুরি ভিত্তিহীন। এটা গুজব ছাড়া আর কিছু নয়। শুক্রবার ওয়াংখেড় স্টেডিয়ামে জঙ্গি হামলার খবর রটে যাওয়ার পর থেকেই জনমনে আতঙ্ক তৈরি হয়। শনিবারই ওয়াংখেড় স্টেডিয়ামে কোন ধরনের সমস্যা ছাড়াই অনুষ্ঠিত হয় রাজস্থান রয়েলস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচটি।

জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে মুম্বাই পুলিশের পক্ষ থেকে মঞ্জুনাথ শিঙ্গ বলেন, ‘এই জঙ্গি হামলার খবর পুরোপুরি গুজব। হামলা নিয়ে কোনও তথ্য অন্তত আমাদের কাছে নেই। নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো। আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে