শনিবার, ২০ এপ্রিল, ২০১৯, ১১:৪৮:১৪

জিতেছেন অধিনায়ক কোহলি, হেরেছেন মানুষ কোহলি!

জিতেছেন অধিনায়ক কোহলি, হেরেছেন মানুষ কোহলি!

স্পোর্র্টস ডেস্ক : জিতেছেন অধিনায়ক কোহলি, হেরেছেন মানুষ কোহলি! এবারের আইপিএলে এই নিয়ে দ্বিতীয়বারের মতো জয়ের দেখা পেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। গতকাল শুক্রবার রাতে কলকাতা নাইট রাইডার্সকে ১০ রানে হারিয়ে এ জয় পায় কোহলির দল।

৫৮ বলে সেঞ্চুরি করে সে ম্যাচে বড় অবদান অবশ্যই কোহলির। কিন্তু সে আলোচনা ছাপিয়ে টক অব দ্য টাউনে পরিণত হয় বিপক্ষ নাইট রাইডার্সের ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের আউটের পর কোহলির উগ্র আচরণের বিষয়টি।

খেলা চলাকালেই আন্দ্রে রাসেল যখন আউট হয়ে প্যাভিলিয়নের দিকে হাঁটা দেন, ঠিক সে সময় ব্যাঙ্গালুরুর ক্যাপ্টেন কোহলি তার প্রতি আপত্তিকর শব্দ প্রয়োগ করেন। টিভি পর্দায় উচ্চারণভঙ্গিতে যা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ আচরণের ব্যাপক সমলোচনা হয়।

এদিকে ২৫ বলে অনবদ্য ৬৫ রানের একটি ইনিংস খেলে দলকে জয়ের বন্দরের প্রায় কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন আন্দ্রে রাসেল। তাই তার প্রতি এমন বাজে আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ক্রীড়ামোদিরা। বিশেষ করে ভারতীয় দলের অধিনায়কের পক্ষ থেকে ধারাবাহিকভাবে এ ধরনের আচরণে সমালোচনার বড় ধরনের ঝড়ই বয়ে যায়। তার মতো এত বড় মাপের একজন ক্রিকেটারের যে এ ধরনের আচরণ শোভনীয় হচ্ছে না, তাই বুঝিয়ে দেন তারা।

পরাগ রোহিল্লা নামের একজন টুইটারে লেখেন, কোহলির মতো মানুষের কাছ থেকে এ ধরনের আচরণ আশা করা যায় না। তার তুলনায় রাসেলই বরং মানুষের হৃদয় জিতে নিয়েছে।

টুইটারে দারবে নামের একজন ক্রীড়ামোদি লিখেন, মাঠে কোহলি একজন গ্রেট ক্রিকেটার ঠিক আছে। কিন্তু সেখানে তার আচরণ একেবারেই নিম্নশ্রেণির। 

শ্রুতি সিং লিখেছেন, মানুষকে কিভাবে সম্মান দেখাতে হয় কেউ তাকে শিখিয়ে দিন।

কানিশ রায়না নামের একজন লেখেন, কোহলি ব্যাটসম্যান হিসেবে হিরো, ক্রিকেটার হিসেবে জিরো। তিনি রানমেশিন। কিন্তু রাসেলের প্রতি তার আচরণটা তার সত্যিকারের চরিত্র। এজন্য আমি কোহলিকে অপছন্দ করি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে