শনিবার, ২০ এপ্রিল, ২০১৯, ১২:০৯:২৫

'নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলাও' মুসলিম বিশ্বকে সালাহর আহবান

'নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলাও' মুসলিম বিশ্বকে সালাহর আহবান

স্পোর্র্টস ডেস্ক : পৃথিবীতে বড় ধর্মীয় গোষ্ঠীগুলোর মাঝে মুসলিম দেশগুলোতে এখনও নারীরা ঘরে আবদ্ধ। তাদের জন্য হরেক রকম নিষেধাজ্ঞা। পান থেকে চুন খসলেই ভয়ানক শাস্তি। গোটা বিশ্বের মেয়েরা যখন এগিয়ে যাচ্ছে, তখন মুসলিম বিশ্বের মেয়েরা দাসীর জীবনযাপন করছে। তাই মুসলিম বিশ্বকে এবার নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর আহবান জানালেন মিশরের ফুটবল সুপারস্টার মোহাম্মদ সালাহ। মার্কিন সাময়িকী টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

অনেকদিন ধরেই সালাহকে তুলনা করা হচ্ছে ফুটবল জাদুকর লিওনেল মেসির সঙ্গে। মুসলিম বিশ্বে তিনি ফুটবল আইকন হিসেবে সমাদৃত। চলতি বছরে টাইমসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় স্থান পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের ২৬ বছর বয়সী এই তারকা। এ ছাড়া এই তালিকায় আছেন টাইগার উডস, লেব্রন জেমস ও নোয়ামি ওসাকা। সাক্ষাতকারে সালাহ বলেন, লিঙ্গবৈষম্য দূর করতে তিনি আরও পরিবর্তন দেখতে চান।

সালাহর ভাষায়, 'আমাদের সংস্কৃতিতে নারীকে যেভাবে দেখা হচ্ছে, তাতে আরও পরিবর্তন দরকার বলে আমি মনে করি। নারীদের আগের চেয়ে আমি অনেক বেশি সমর্থন করি। কারণ আমি মনে করি, এখন তারা যেটুকু পাচ্ছে, তার চেয়েও বেশি পাওয়ার অধিকার রাখে। তাদেরকে নিজেদের প্রাপ্যটুকু বুঝিয়ে দেওয়ায় কার্পণ্য থাকা উচিত নয়।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে