শনিবার, ২০ এপ্রিল, ২০১৯, ০৫:৩৮:৩৩

শোকের ছায়া নেমে এলো ক্রিকেট অঙ্গনে

শোকের ছায়া নেমে এলো ক্রিকেট অঙ্গনে

স্পোর্র্টস ডেস্ক : শোকের ছায়া নেমে এসেছে স্কটল্যান্ডের ক্রিকেট অঙ্গনে। মাত্র ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে মাত্র ৩৮ বছর বয়সেই আজ (১৮ এপ্রিল) পরপারে পাড়ি জমিয়েছেন স্কটল্যান্ড ক্রিকেট দলের অলরাউন্ডার কন ডি ল্যাঙ্গ।

১৯৮১ সালে দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন এই স্কটিশ ক্রিকেটার। গত বছর জানা গিয়েছিল তার ব্রেইন টিউমারের খবর। আজ একট টুইট বার্তায় ক্রিকেট স্কটল্যান্ড এই শোকের খবর জানায়। তারা মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

 ২০১৫ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে স্কটল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ল্যাঙ্গের। তারপর থেকেই স্কটল্যান্ডের মিডল অর্ডারের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন তিনি। দেশটির হয়ে ২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি।

কার্যকরী বাঁহাতি স্পিনে তিনি শিকার করেছিলেন ২৪টি উইকেট। ২০১৭ সালে এডিনবার্গে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে জয়টি আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে স্কটল্যান্ডের প্রথম জয় ছিল। সেই ম্যাচে ৬০ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেছিলেন ল্যাঙ্গ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে