রবিবার, ২১ এপ্রিল, ২০১৯, ০৮:৪৭:৫৮

'সে এমন একজন খেলোয়াড়, যে ১ থেকে ৩০০ নম্বর বল পর্যন্ত খেলা বোঝে'

'সে এমন একজন খেলোয়াড়, যে ১ থেকে ৩০০ নম্বর বল পর্যন্ত খেলা বোঝে'

স্পোর্র্টস ডেস্ক : আগামী ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। আর আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে ভারত। এবারের বিশ্বকাপে ভারতের আশা-ভরসার বড় একটি অংশ জুড়ে আছেন দেশটির অধিনায়ক বিরাট কোহলি।

প্রথমবারের মত বিশ্বকাপের মঞ্চে ভারতকে নেতৃত্ব দেবেন কোহলি। তবে এর আগে এ নিয়ে অবশ্য বেশি চাপ নিচ্ছেন না কোহলি। মূলত দলে ভারতীয় সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আছেন বলেই বাড়তি চাপ নিচ্ছেন না কোহলি।

এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘ধোনি এমন একজন খেলোয়াড়, যিনি ১ থেকে ৩০০ নম্বর বল পর্যন্ত খেলা বোঝেন। আমি বলব না তাকে পাওয়া বিলাসিতার পর্যায়ে, তবে এ রকম একটি মাথা স্টাম্পের পেছনে থাকাটা আমাদের জন্য সৌভাগ্যের। দিনশেষে আমি কৌশল প্রণয়নের জন্য মাহি ভাই আর রোহিতের সঙ্গেই আলাপ করি।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে