রবিবার, ২১ এপ্রিল, ২০১৯, ১২:১১:৪৪

ঝড়ো গতির শতকে বাজিমাত সৌম্য সরকারের

ঝড়ো গতির শতকে বাজিমাত সৌম্য সরকারের

স্পোর্র্টস ডেস্ক : বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়ার পর থেকেই হাসছে সৌম্য সরকারের ব্যাট। চলমান ডিপিএলে রুপগঞ্জের বিপক্ষে ‘অলিখিত ফাইনালে’ ঝড়ো গতির শতকে বাজিমাত সৌম্য সরকারের। আর তাতে বড় সংগ্রহের পথে আবাহনী।

এদিকে আজ হারলেই শিরোপা হাতছাড়া, এমন সমীকরণের ম্যাচে সাভারের তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আবাহনীর দলনেতা মাশরাফি বিন মুর্তজা। অলিখিত ফাইনালি লড়াইয়ে জ্বলে উঠেন সৌম্য সরকার।

এর আগের আট ইনিংসে ব্যক্তিগত সংগ্রহ বড় করতে ব্যর্থ ছিলেন সৌম্য। ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে অবশেষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিকেই বেছে নেন তিনি। শুরু থেকে দুর্দান্ত খেলতে থাকা বাঁহাতি এ ব্যাটসম্যান অর্ধশতক পূর্ণ করেন ৩৯ বলে।

এরপর আরও বিধ্বংসী রূপে সৌম্য। পেয়ে যান কাঙ্ক্ষিত সাফল্যও। নাবিল সামাদের করা ইনিংসের ২৩তম ওভারের শেষ বলে এক রান নিয়ে শতক পূর্ণ করেন তিনি। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের পঞ্চম শতক স্পর্শ করার পথে খেলেন ১৪ চার ও ২ ছক্কার মার।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৫ ওভার শেষে আবাহনীর সংগ্রহ ৩ উইকেটে ২৪৫ রান। এদিকে ৭৯ বলে ১০৬ রানে নাবিল সামদের বলে আউট হয়ে মাঠ ছাড়েন সৌম্য।

এদিকে চলমান ডিপিএল আসরের পয়েন্ট তালিকায় সবার উপরে অবস্থান লিজেন্ডস অব রুপগঞ্জের। মাশরাফিদের ২২ পয়েন্টের জবাবে তাদের নামের পাশে রয়েছে ২৪ পয়েন্ট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে