মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯, ১১:০৩:০৪

জাতীয় দলের এই তারকা ক্রিকেটারের ব্যাটিং তাণ্ডবে মুগ্ধ আইসিসি

জাতীয় দলের এই তারকা ক্রিকেটারের ব্যাটিং তাণ্ডবে মুগ্ধ আইসিসি

স্পোর্র্টস ডেস্ক: ব্যাটিং তাণ্ডব চালিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করেন সৌম্য সরকার। লিষ্ট ‘এ’ ক্রিকেটে ১৪৯ বলে ২০০ রানের রেকর্ড গড়েন আবাহনীর এই ওপেনার। জাতীয় দলের এই তারকা ক্রিকেটারের ব্যাটিং তাণ্ডবে মুগ্ধ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি।

আইসিসির অফিসিয়াল টুইটারে সৌম্য সরকারের ছবি পোস্ট করে লেখা হয়েছে, লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ডাবল (২০৮*) সেঞ্চুরি হাঁকিয়েছেন সৌম্য। মঙ্গলবার ঢাকা লিগে রুপগঞ্জের বিপক্ষে ব্যাটিংয়ে ঝড় তোলেন তাসকিন।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন সৌম্য সরকার। মঙ্গলবার ঢাকা লিগে শেখ জামালের বিপক্ষে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন আবাহনীর এই ওপেনার। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়েছেন সৌম্য।

এর আগে ২০১৭ সালে ঘরোয়া ক্রিকেটে আবাহনীর বিপক্ষে সর্বোচ্চ ১৯০ রানের ইনিংস খেলেছেন মোহামেডানের তারকা ক্রিকেটার রকিবুল হাসান।

বিশ্বকাপের ঠিক আগে ফর্মে ফিরলেন সৌম্য সরকার। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকালেন তিনি।

মঙ্গলবার বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সৌম্য। এবার ৭৮ বলে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন তিনি।

এরপর ইনিংস লম্বা করার জন্য একের পর এক বাউন্ডারি হাকিয়ে যান আবাহনীর এই ওপেনার। ইমতিয়াজ হোসেন তান্নাকে বাউন্ডারি হাঁকিয়ে ১৪৯ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন এই তারকা ক্রিকেটার। তার খেলা ২০৮ রানের ইনিংসটি ১৪টি চার ও ১৬টি ছক্কায় সাজানো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে