বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯, ০৩:০৬:৩৯

বীরেন্দ্র সেওয়াগের সাত বছর আগের অনবদ্য রেকর্ড ছুঁলেন ডেভিড ওয়ার্নার

বীরেন্দ্র সেওয়াগের সাত বছর আগের অনবদ্য রেকর্ড ছুঁলেন ডেভিড ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক: সাত বছর আগে করা ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান বীরেন্দ্র সেওয়াগের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতে নামা অস্ট্রেলিয়ান তারকা শেন ওয়াটসন।

ওয়ার্নার এই আইপিএলে এখনো পর্যন্ত ১০টি ম্যাচ খেলে ৫৭৪ রান করেছেন। যার মধ্যে ৭টি হাফসেঞ্চুরি রয়েছে। ডেভিড ওয়ার্নার এই আইপিএলে লাগাতার ৫টি হাফসেঞ্চুরি করেছেন।
এদিকে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ওয়ার্নারের রেকর্ড খুবই ভালো। ২০১৪ সালের পর থেকে যখনই চেন্নাইয়ের মুখোমুখি হয়েছেন খনই তিনি হাফসেঞ্চুরি করেছেন। এর আগে এই কৃতিত্ব আইপিএলে দুবার হয়েছে। বীরেন্দ্র সেহবাগ ২০১২ সালে আর জস বাটলার ২০১৮ সালে এই কৃতিত্ব করে দেখিয়েছেন।

এর আগে এক বছরের ব্যানের পর এই আইপিএল দিয়ে আবারও ক্রিকেটে ফেরেন। প্রত্যাবর্তনের পর থেকে ডেভিড ওয়ার্নার দুর্দান্ত ব্যাটিং করেছেন। ওয়ার্নার আইপিএলে প্রত্যাবর্তন করে নিজের প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুর্দান্ত ৮৪ রান করেছিলেন। এরপর এই পুরো আইপিএলে ওয়ার্নারের ব্যাট শান্ত হওয়ার নামই নিচ্ছে না। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে