মঙ্গলবার, ১৪ মে, ২০১৯, ১১:৪১:২২

জাতীয় সংগীতের দিক দিয়ে বাংলাদেশ এক নাম্বারে

 জাতীয় সংগীতের দিক দিয়ে বাংলাদেশ এক নাম্বারে

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট খেলুড়ে ১০টি দেশের জাতীয় সঙ্গীতের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ধরে বাজানো হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এটির পরিমাপ করা হয়েছে ম্যাচ শুরুর আগে যে অংশটুকু বাজানো হয় শুধু তার ভিত্তিতেই। তাহলে জেনে নিন অন্য দেশের তুলনায় কত দীর্ঘ আমাদের জাতীয় সঙ্গীত। 

১) বাংলাদেশ: জাতীয় সঙ্গীত বাজানোর শীর্ষে বাংলার টাইগাররাই। খেলার মাঠে নামার আগে প্রায় ২ মিনিট ৪৫ সেকেন্ড সময় বাজানো হয় জাতীয় সঙ্গীত। এই সঙ্গীত টিম বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে।

২) শ্রীলঙ্কা: ক্রিকেটের মাঠে জাতীয় সঙ্গীতের দৈর্ঘ্যের বিচারে দ্বিতীয় স্থানে আছে শ্রীলঙ্কা। প্রায় আড়াই মিনিট দৈর্ঘ্যের জাতীয় সঙ্গীতের লিরিক ও সুর বাজায় এশিয়ান লায়ন্সরা।

৩) দক্ষিণ আফ্রিকা: এই হিসাবে তৃতীয় স্থানের রয়েছে প্রোটিয়ারা। তাঁদের জাতীয় সঙ্গীত ‘গড ব্লেস আফ্রিকা’। প্রোটিয়াদের জাতীয় সঙ্গীতের দৈর্ঘ্য প্রায় ২ মিনিট।

৪) ওয়েস্ট ইন্ডিজ: চার নাম্বারে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট মাঠে তাঁরা কোনো জাতীয় সঙ্গীত গায় না। র‍্যালি রাউন্ড দ্য ওয়েস্ট ইন্ডিজ’ শিরোনামের একটি গান বাজায় তাঁরা। উইন্ডিজ ক্রিকেট কর্তারা বার্বাডোজ, গায়ানা, জ্যামাইকা, ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাকো, লিওয়ার্ড দ্বীপপুঞ্জ এবং উইন্ডওয়ার্ড দ্বিপপুঞ্জের জন্য ১ মিনিট ৪৫ সেকেন্ড দৈর্ঘ্যের এই গান কম্পোজ করেছেন। 

৫) পাকিস্তান: পাঁচ নাম্বার অবস্থানে রয়েছে পাকিস্তানের জাতীয় সঙ্গীত। ক্রিকেট ম্যাচের আগে পাকিস্তানের জাতীয় সঙ্গীত ‘কওমী তারানা’ প্রায় দেড় মিনিট বাজানো হয়।

৬) জিম্বাবুয়ে: ষষ্ঠ স্থানে রয়েছে জিম্বাবুয়ে। খেলার মাঠে ‘লিফট হাই জিম্বাবুয়ে’স ব্যানার’ নামে জাতীয় সঙ্গীতটি বাজায় তাঁরা।

৭) নিউজিল্যান্ড: এক মিনিটের চেয়ে সামান্য বেশি দৈর্ঘ্য নিয়ে সপ্তম আবস্থানে রয়েছে কিউইরা। তাঁরা ‘গড ডিফেন্ড নিউজিল্যান্ড’ গানটি বাজায় ক্রিকেট ম্যাচের পূর্বে। 

৮) অস্ট্রেলিয়া: মোট ৫৫ সেকেন্ড সময় জাতীয় সঙ্গীত বাজিয়ে আষ্টম স্থানের রয়েছে অস্ট্রেলিয়া। ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’ নামের জাতীয় সঙ্গীতটি ক্রিকেট ম্যাচের পূর্বে বাজায় তাঁরা। 

৯) ভারত: মাত্র ৫২ সেকেন্ড সময় নিয়ে এই তালিকার নবম স্থানের আছে ভারত। বীন্দ্রনাথের লেখা ‘জনগণমন-অধিনায়ক জয় হে’ গানটিই বাজানো হয় ম্যাচের পূর্বে। 

১০) ইংল্যান্ড: সবচেয়ে কম দৈর্ঘ্যের জাতীয় সঙ্গীত নিয়ে এই তালিকার দশম স্থান ব্রিটিশদের দখলে। তাঁদের জাতীয় সঙ্গীত বাজানো হয় মাত্র  ৪০ সেকেন্ড।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে