বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯, ১২:২৩:৪৮

মাটিচাপা পড়ছে তাসকিন আহমেদের বিশ্বকাপ খেলার স্বপ্ন!

মাটিচাপা পড়ছে তাসকিন আহমেদের বিশ্বকাপ খেলার স্বপ্ন!

স্পোর্টস ডেস্ক:  আগামী ৩০ মে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। এদিকে তাসকিন আহমেদের ফিটনেসে ঘাটতি থাকায় বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন আবু জায়েদ রাহী। ত্রিদেশীয় সিরিজের মাঝপথে রাহীকে বাদ দিয়ে তাসকিনকে দলভুক্ত করার গুঞ্জন উঠেছিল।

কিন্তু সামগ্রিক গতিপ্রকৃতি বলছে, ইনজুরির দুর্ভাগ্য ছাড়া আগামী এক সপ্তাহে বাংলাদেশ দলে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। আর তাতেই স্পষ্ট আপাতত মাটিচাপা পড়ছে তাসকিন আহমেদের বিশ্বকাপ খেলার স্বপ্ন!

এদিকে আয়ারল্যান্ডে শুরু থেকে দলের অনুশীলনে ব্রাত্য হয়ে থাকা রাহীর অভিষেক হয় গত ১৩ মে। অভিষেকে ৫৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ডানহাতি এই পেসার। তারপরও তার প্রতি আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। যার প্রতিদানও দিয়েছেন তিনি।

গতকাল আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজের দ্বিতীয় ম্যাচেই বল হাতে জ্বলে উঠলেন রাহী। প্রথমবার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। গতকাল ডাবলিনে ৫৮ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচে বাংলাদেশের সেরা বোলার রাহী।

এদিকে প্রস্তুতি ম্যাচে তিন উইকেট পেলেও বাংলাদেশের একাদশে সুযোগ পাচ্ছেন না তাসকিন। গতকাল বুধবার সিরিজের প্রথম পর্বের শেষ ম্যাচে ডাবলিনে রাহীর বোলিংয়ে তাসকিনের বিশ্বকাপ স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল। এ ব্যাপারে গতকাল নির্বাচক কমিটির সূত্রও জানিয়েছে, বাংলাদেশের বিশ্বকাপ দলে কোনো পরিবর্তন হবে না। ১৫ জন নিয়েই বিশ্বকাপে যাবে বাংলাদেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে