শুক্রবার, ১৭ মে, ২০১৯, ১২:২০:০৬

এভাবে জিততে থাকলে আমাকে আর প্রয়োজন হবে না : সাব্বির

এভাবে জিততে থাকলে আমাকে আর প্রয়োজন হবে না : সাব্বির

স্পোর্টস ডেস্ক:  বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি৷ যেখানে বেশ দারুণ ছন্দেই আছে বাংলাদেশ৷ প্রতি ম্যাচেই টপ অর্ডার এবং মিডল অর্ডারের ব্যাটসম্যানরাই শেষ পর্যন্ত খেলে আসছেন। যার ফলে লোয়ার মিডল অর্ডারের খেলোয়াড়দের পরিক্ষা করে দেখাই হচ্ছে না।

গত মঙ্গলবার তাই এই বিষয়টি নিয়ে সাব্বির রহমান রসিকতা করেই বললেন,‘এখন বাংলাদেশ যেভাবে খেলছে, যেভাবে ৪-৫ উইকেটে জিতছে, এভাবে জিততে থাকলে আমার প্রয়োজন হবে না মনে হয়!

তবে মাথায় কিছু চিন্তা রয়েই যাচ্ছে৷ সামনে যেহেতু বিশ্বকাপ, তাই তখন তো তাঁর প্রয়োজন পড়তে পারেই। সেক্ষেত্রে তাহলে প্রস্তুতির ঘাটতি কি থেকে যাচ্ছে না? সাব্বিরের উত্তরে অবশ্য তাঁকে বেশ নিশ্চিন্তই বলে মনে হলো, ‘নিজের ম্যাচ প্রাকটিস হচ্ছে না। এখন যদি মনে করি আমাকে (ব্যাটিংয়ে) নামতেই হবে, তাহলে তো হলো না। এখন নামতে পারছি না, এখানে আমার করার কিছু নেই। অনুশীলন যা করার আমি করছি’

এদিকে, বুধবার আয়ারল্যান্ডের সাথে নামার সুযোগ হয়েছিল সাব্বির রহমানের। ব্যাটিংয়ে নেমে ৮ বলে ৭ রান করে তিনি অপরাজিত থাকেন। মারমুখি মুডেই ছিলেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে