শনিবার, ১৮ মে, ২০১৯, ০৯:৩৯:৫৭

অপরাজিত থেকে প্রথম শিরোপা জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

অপরাজিত থেকে প্রথম শিরোপা জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্পোর্টস ডেস্ক: অপরাজিত থেকে প্রথম শিরোপা পেল বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে উইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট জয় পায় টাইগাররা। শুক্রবার (১৭ মে) উইন্ডিজের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ব্যাট করতে নেমে দারুণ খেলতে থাকে উইন্ডিজ ওপেনার হোপ ও অ্যামব্রিস। ২০.১ ওভারে ১৩১ রানের পর ম্যাচে বৃষ্টি আঘাত হানে। বৃষ্টির কারণে ম্যাচ অনেকক্ষণ বন্ধ থাকে। তবে রাত ১০:৩০ মিনিটে ম্যাচ আবারো মাঠে গড়ায় এবং ওভার কমিয়ে তা করা হয় ২৪।

নির্ধারিত ২৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫২ রান করে উইন্ডিজ। তবে বৃষ্টি আইনে জয়ের জন্য বাংলাদশের দরকার ২১০ রান। ২১০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে দুই টাইগার ওপেনার তামিম ও সৌম্য। তবে গ্যাব্রিয়েলের বলে হোল্ডারের হাতে ধরা পড়ে ১৮ রান করে ফিরেন তামিম।

এরপর মাঠে এসেই ফিরে যান সাব্বির। গ্যাব্রিয়েলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে রানের খাতা না খুলেই ফিরেন তিনি। অন্যদিকে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন সৌম্য। তিনি ২৭ বলে ৮ চার ও ২ ছয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। সৌম্যর সঙ্গে ব্যাট হাতে প্রতিরোধ গড়েন মুশফিক।

তবে রেইফারের বলে কটরেলের হাতে ধরা পড়ে ৪১ বলে ৯ চার ও ৩ ছয়ে ৬৬ রান করে ফিরেন সৌম্য। রেইফারের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ২২ বলে ২ চার ও ২ ছয়ে ৩৬ রান করে সাঝঘরে ফিরেন মুশফিক। এরপর এলেনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ১৭ রান করে ফিরেন মিথুন।

এরপর মাহমুদউল্লাহর সঙ্গে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নেন মোসাদ্দেক। শেষ কিছুটা চাপে পড়লেও মোসাদ্দেকের হাফসেঞ্চুরিতে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ। মোসাদ্দেক ২৪ বলে ৫ ছয় ও ২ চারে ৫২ রান করেন।

এ জয়ের মাধ্যমে টানা ৬ ফাইনাল হারের পর সপ্তম ফাইনালে এসে শিরোপার দেখা টিম বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে অপরাজিত থেকে শিরোপা ঘরে তুললো মাশরাফি বাহিনী। প্রথম তিনি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচে ও আয়ারল্যান্ডকে এক ম্যাচে পরাজিত করে। একটি ম্যাচ পরিত্যাক্ত হয়। তিন ম্যাচ জিতে ফাইনালে উঠে বাংলাদেশ। ফাইনালে বৃষ্টির নাটকে বাংলাদেশেকে একটু কঠিন সময়ে পড়তে হয়। তবে কঠিনকে খুব সহজ করে প্রথমবারের মতো অপরাজিত থেকে প্রথম শিরোপার দেখা পেল বাংলাদেশ। এদিকে, ইতিহাস গড়া জয়ে আনন্দিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ম্যাচের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে