শনিবার, ১৮ মে, ২০১৯, ১১:১৯:১০

রোজা রাখতে শুরু করেছে মাশরাফির মেয়ে হুমায়রা

রোজা রাখতে শুরু করেছে  মাশরাফির মেয়ে হুমায়রা

স্পোর্টস ডেস্ক : রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘সাত বছর বয়স হলে তোমরা তোমাদের সন্তানদের নামাজের জন্য নির্দেশ দাও। ১০ বছর হলেও নামাজ না পড়লে তাদের প্রহার করো। আর তাদের বিছানা পৃথক করে দাও।’ অর্থাৎ সাত বছর বয়সে সন্তানকে নামাজের নির্দেশ দেওয়াটা বাবা-মায়ের কর্তব্য।

রোজার ক্ষেত্রেও একই নিয়ম। সাত বছর বয়সে রোজা রাখা কঠিন হলেও রোজা রাখার চর্চা শুরু করার জন্য ইসলামে নির্দেশ দেওয়া হয়েছে। এদিক থেকে অনেকটাই এগিয়ে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মেয়ে হুমায়রা মুর্তজা।

মাত্র আট বছর বয়সেই রোজা রাখতে শুরু করেছে  মাশরাফির মেয়ে হুমায়রা। এমনটাই জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজার স্ত্রী সুমনা হক সুমি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন মাশরাফির স্ত্রী। ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে সুমির পোস্ট করা ছবিতে দেখা যায়, ইফতারি সামনে নিয়ে বসে আছে ছোট্ট হুমায়রা। ছবির ক্যাপশনে সুমি লেখেন, ‘হুমায়রার জীবনে আজ প্রথম রোজা রেখে ইফতার করা। আলহামদুলিল্লাহ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে