রবিবার, ১৯ মে, ২০১৯, ১২:১৭:৩০

মাশরাফির অধিনায়কত্বে বাংলাদেশ এভাবেই সফল হবে

মাশরাফির অধিনায়কত্বে বাংলাদেশ এভাবেই সফল হবে

স্পোর্টস ডেস্ক :  গত ছয়টি সিরিজের ফাইনাল খেলেও বাংলাদেশের ভাগ্যে জুটেনি শিরোপা জয়ের কৃতিত্ব। এবার সেই খরা ঘুচলো মাশরাফির নেতৃত্বেই। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাটে আর বলে সবাই যেনো সেরাটা উজার করে খেলে দেশের ক্রিকেটীয় ইতিহাসে প্রথমবার সিরিজ জয় করলো টাইগাররা।

বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের ফাইনাল জিতে দারুণ উচ্ছ¡সিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ট্রফি হাতে তিনি মাঠ প্রদক্ষিণ করলেন আর ঠোঁটের কোনে আনন্দের হাসি। ছবিটি মাশরাফির অভিব্যক্তির প্রকাশ ঘটে। বুঝতে ছবির ক্যাপশনের প্রয়োজন হয় না। বাইশ বছর অপেক্ষার পর প্রথমবার সিরিজ জয়ে দেশবাসীও আনন্দে উদ্বেলিত। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, মাশরাফির হাত ধরে এলো সিরিজের প্রথম শিরোপা। এবার আসুক বিশ্বকাপটাও।

তবে শিরোপা জয়ের কৃতিত্ব কিন্তু মাশরাফি নিজে নিলেন না। দিলেন দলের সব সদস্যকে। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ জয় পুরো দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে মনে করেন নড়াইল এক্সপ্রেস খ্যাত এই তারকা ক্রিকেটার।
গত শুক্রবার ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণীর পর ট্রফি হাতে টাইগার অধিনায়কের উচ্ছ¡াসে ভরা এক আনন্দময় হাসির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। লাইক আর কমেন্টের বন্যায় ফেসবুকে ভাসছে ছবিটি। এটি শেয়ার করেছেন অগনিত মাশরাফি ভক্ত।

সিয়াম নামের এক ভক্ত লিখেছেন, এই হাসির মূল্য কোটি টাকা। অন্য আরেকজন লিখেছেন, এই হাসি মাশরাফির প্রাপ্য।
ফাহিম নামের একজন লিখেছেন, নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার আপনি। আপনার হাত ধরে এলো সিরিজের প্রথম শিরোপা। এবার আসুক বিশ্বকাপটাও। মুক্তাদিম নামে এক ভক্ত লিখেছেন, দয়া করে এখনই অবসর নিবেন না। আপনি চলে গেলে সেই ক্ষতি পুষিয়ে উঠতে পারবে না। সেট ব্যাটসম্যানকে কে সাজঘরে ফেরাবে?

আসিফ ইকবাল লিখেছেন, ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত মাশরাফির মুখে এমন হাসি বার বার দেখতে চাই। বোলিংয়ে এমন আগুন দেখতে চাই। অনেক অনেক ভালবাসা মাশরাফির জন্য। অন্য আরেক ভক্ত লিখেছেন, বিশ্বকাপের জন্য অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। অনেক কঠিন দলকে মোকাবিলা করতে হবে। মাশরাফির অধিনায়কত্বে বাংলাদেশ এভাবেই সফল হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে