রবিবার, ১৯ মে, ২০১৯, ১২:৪৫:৪০

‘বিশ্বকাপ মহারণে পাকিস্তানের চেয়ে বেশি চাপে থাকবে ভারত’

‘বিশ্বকাপ মহারণে পাকিস্তানের চেয়ে বেশি চাপে থাকবে ভারত’

স্পোর্টস ডেস্ক : আর মাত্র ১০ দিন। এরপরই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে পর্দা উঠবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর ক্রিকেট বিশ্বকাপের। আর ১৬ জুন বহুল প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হবে চীরপ্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তান। 

পাক পেসার ওয়াহাব রিয়াজ মনে করেন, ওই মহারণে পাকিস্তানের চেয়ে বেশি চাপে থাকবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। তিনি বলেন, বিশ্বকাপে কখনই পাকিস্তানের কাছে হারেনি ভারত। তবে সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে (২০১৭) সরফরাজদের কাছে পরাজিত হয়েছে কোহলিরা। মূলত সেই কারণেই চাপে থাকবে টিম ইন্ডিয়া।

৩৩ বছর বয়সী এই পাক-পেসার বলেন, সর্বোপরি ভারতের বিপক্ষে ম্যাচটি পাকিস্তানের জন্যও হবে চাপের। আপনাকে স্নায়ুচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে।

পাকিস্তানের বাঁহাতি গতিতারকা বলেন, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আমরা ভারতকে হারিয়েছি। সুতরাং তারা চাপে থাকবে। এটি হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ। আমাদের ছেলেদের প্রতি আমার পরামর্শ: শান্ত থেকে অন্য ম্যাচের মতোই খেল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে