রবিবার, ১৯ মে, ২০১৯, ১০:৩৭:১৯

সেই ট্রফি নিয়েই দেশে ফিরেছেন মাশরাফি

সেই ট্রফি নিয়েই দেশে ফিরেছেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক : ফ্লাইট ত্রিশ মিনিট ডিলে।  রাত ১১টায় মাশরাফি, তাসকিনদের বহনকারী বিমান হজরত শাহ জালাল বিমানবন্দরে নামার কথা ছিল।   কিন্তু ওই ত্রিশ মিনিট কেটে গেল মুহূর্তেই!

এর আগে বহুবার মাশরাফিরা দেশে ফিরেছেন ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে। কিন্তু মাশরাফির এবারের ফেরাটা ঐতিহাসিক।  তার হাত ধরে প্রথমবার কোনো শিরোপা জিতেছে বাংলাদেশ। সেই ট্রফি নিয়েই দেশে ফিরেছেন মাশরাফি।  তার সঙ্গী আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে কোনো ম্যাচ না খেলা তিন ক্রিকেটার, তাসকিন, নাঈম, ইয়াসির। আরেক ক্রিকেটার ফরহাদ রেজা ফিরবেন আজ।

আপনারা যারা কষ্ট করে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি এখানে কথা বলব না কারণ দলের কেউ আসেনি। যারা খেলেছে তার ডিজার্ভ করে এখানে আসার। দলের পক্ষ থেকে আমি আছি কিন্তু ঠিক হবে না... মূল খেলোয়াড় যারা পারফর্ম করেছে তারা ডিসার্ভ করে এখানে আসার। এটা দলগত সাফল্য। এটা নিয়ে কথা বলতে হলে দলের সবাই থাকলে আমার মনে হয় ঠিক হতো। আমি যদি এখানে কথা বলি ওরা না থাকলে আমার ভালো লাগছে না... আমার মনে হয় ওরা থাকেল আমি ভালো অনুভব করতাম।

তাদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।  বিসিবির পরিচালক জালাল ইউনুস, মাহবুবুল আনাম, ইসমাইল হায়দার মল্লিক এবং প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে