রবিবার, ১৯ মে, ২০১৯, ১১:২০:৫৮

৯টা নয়, বিশ্বকাপে ১১টা ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ: আতহার আলী

৯টা নয়, বিশ্বকাপে ১১টা ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ: আতহার আলী

স্পোর্টস ডেস্ক :  আগামী ৩০ মে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এদিকে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিবারের মত এই বিশ্বকাপেও ধারাভাষ্য দিবেন বাংলাদেশের হয়ে প্রতিনিধি করা আতহার আলী খান। বাংলাদেশ দলের ক্রিকেটারদের অভিজ্ঞতা সম্প্রতি ফর্মের কারণে বড় স্বপ্ন দেখছেন আতহার আলী খান।

এর আগে গত ২০০৭ বিশ্বকাপে ধারাভাষ্যকক্ষ থেকে বাংলাদেশকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন সাবেক ক্রিকেটার আতহার আলী খান। সেই থেকে বাংলাদেশের প্রতিটা ম্যাচেই ধারাভাষ্যকক্ষে থাকেন আতহার। বলতে গেলে বাংলাদেশ দলের ব্যর্থতার গল্প থেকে সাফল্যর গল্প, সবকিছুরই সাক্ষী ছিলেন তিনি।

এদিকে প্রতিবারের মত এই বিশ্বকাপেও ধারাভাষ্যকার হিসেবে ইংল্যান্ডে যাবেন আতহার। একমাত্র বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিশ্বকাপে থাকবেন তিনি। আতহারের স্বপ্ন ফাইনাল খেলে বিশ্বকাপ নিয়ে আসবে বাংলাদেশ দল।

এ ব্যাপারে আতহার আলী খান বলেন, ‘বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়া অবশ্যই অন্যরকম অনুভূতি। বিগত কয়েক বছর বাংলাদেশ যেভাবে ধারাবাহিক ক্রিকেট তাতে আমার বুকটা ফুলে যাচ্ছে। সবাই তো বলছে ৯টা খেলা খেলতে যাচ্ছে কিন্তু আমি তো মনে করি ১১টা ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। যদিও তারা বিশ্বকাপটা নিয়ে আসে তাহলে অবাক হবো না আমি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে