রবিবার, ১৯ মে, ২০১৯, ১১:২৫:২৩

অনেক হয়েছে, আর এসব ভেবে লাভ নেই: সৌম্য সরকার

অনেক হয়েছে, আর এসব ভেবে লাভ নেই: সৌম্য সরকার

স্পোর্টস ডেস্ক :  আয়ারল্যান্ডের মাটিয়ে সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উইন্ডিজকে হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশ দল। ফাইনালে বৃষ্টি আইনে ২৪ ওভারে বাংলাদেশের লক্ষ্য ছিল ২১০। সাত বল হাতে রেখেই ফাইনালে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন টাইগার ওপেনার সৌম্য সরকার। তিনি তিন ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। তিন ম্যাচেই হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন সৌম্য। ফাইনালে সৌম্যর ৪১ বলে ৬৬ রানের ইনিংস বাংলাদেশের জয়ের পথ আরো সহজ করে দিয়েছিল।

ত্রিদেশীয় সিরিজে রান পেলেও সৌম্যর বড় তৃপ্তি হচ্ছে নিজের সঙ্গে সেই লড়াইয়ে জয়। কেননা হারিয়ে খুঁজছিলেন নিজেকে। এবার দেশ ছাড়ার আগে ঠিক করেছিলেন, এই ভয়কে জয় করবেন। ত্রিদেশীয় সিরিজ জয়ের পর সৌম্য বলেন, ‘এখন আমার হারানোর আর ভয় নেই। আয়ারল্যান্ডে আসার আগে ভেবেছি, অনেক হয়েছে। আর এসব ভেবে লাভ নেই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে